আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই তোমার সঙ্গী

।আমার আমি

আমার পাগলামি, উল্টা পাল্টা কথার ঝড়, তোমার একদম পছন্দ না, তুমি আমায় বললে 'কী যে করোনা সঙ্গী? হঠাৎ তোমার এ কেমন আদিখ্যেতা?' আমি বলি, 'শোনো- প্রেম এরকমই, নষ্ট সুতোর কষ্টে বাঁধা থেকেও উদ্দামতার জোয়ারে ভেসে যায়, ভুলে যায় বয়স আর সমাজের ভাঁজ। এতো আমি নই, নানা ভারিক্কি চালে বাঁধা কর্পোরেট নারী, অফিসের বস, ব্যস্ত গৃহিণী। এ এলোমেলো হাওয়ায় আঁচল উড়ানো রমনী, শুধুই তোমার সঙ্গী। সঙ্গিতা-২৯-৭-২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।