আমাদের কথা খুঁজে নিন

   

জাগো দামাল ছেলে



বুক উচিয়ে বর্শা হাতে বৃটিশ রাজের সাথে লড়া মায়ের তরে সূর্যসেনের যুদ্ধ করে লুটিয়ে পড়া । এমন সকল দামাল ছেলের গর্বে আমার জন্মভূমি কাঁদো চোখে হতাশ হয়ে থাকার তরে নও যে তুমি । একাত্তরে হানাদারের দূর্গ সকল গূড়িয়ে দিলে রাইফেলেরই গুলি দিয়ে স্বাধীনতা ছিনিয়ে নিলে । তিরিশ লাখো দামাল ছেলে জীবন দিয়ে করলো স্বাধীন গোমরা মুখে কেন তুমি হতাশার কাছে রও পরাধীন ? দামাল ছেলের উত্তাল শ্লোগানে স্বৈরাচারীর ভিত্তি পতন প্রতিবাদের ঝড়ো হাওয়ায় গণতন্ত্রের বীজ বপণ । তারপরেও একটু ভয়ে নত মুখে কেন তুমি বিষন্নতায় অশ্রু ঝড়াও দুচোখ বেয়ে অঝর ঝামি । সিডরের করাল গ্রাসে যুদ্ধ করে বেঁচে থাকা অসীম সাহসে দামাল ছেলের নতুন করে স্বপ্ন দেখা । হাজার দুঃখের স্পর্শ ছেড়ে জাগো দামাল ছেলে জয় যে তোমার অনিবার্য, কি লাভ কষ্ট পেলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.