আমাদের কথা খুঁজে নিন

   

পলিথিন ব্যাগ প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সুপারিশ সংসদীয় কমিটির

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলিথিন ব্যাগ প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বেহাল অবস্থা এবং জলাবদ্ধতার জন্য দায়ী এই পলিথিন ব্যাগ। বৃহস্পতিবার কমিটির বৈঠকে সারা দেশে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করা হয়। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ কমিটির অন্য সদস্যদের সঙ্গে একমত পোষণ করে বলেন, পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে যে আইন রয়েছে তা কার্যকরে তার মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নেবে। বিএনপি-জামায়াত জোট সরকার ২০০২ সালে পাতলা পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করে।

এ ধরনের পলিথিন বাজারে ব্যাপকভাবে ব্যবহার হতো। ওই আইনে পলিথিন ব্যাগ তৈরী ও এর ব্যবহার নিষিদ্ধ করা হয়। সংসদীয় কমিটির সদস্যরা বৈঠকে বলেন, ২০০৬ সালের শেষের দিকে দেশে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হলে বাজারে আবার পলিথিন ব্যাগের ব্যবহার শুরু হয়। সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান আব্দুল মমিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিকাংশ সাংসদ রাজধানীর জলাবদ্ধতা সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঢাকা শহরের জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে ব্যাপকভাবে পলিথিনের ব্যবহারকে দায়ী করেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.