আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৬

!
এই সিরিজের উদ্দেশ্য, আমার জানা কিছু শব্দগুলোকে root ধরে একত্রিত করা। এতে খুব সহজেই অনেক শব্দ মনে রাখা যায়। শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৫ আজকে যে শব্দ নিয়ে আলোচনা করব, সেটি হলোঃ Cadaver। এই শব্দের মূল হলঃ cado,(ল্যাটিন cadere থেকে cado ও cid এর উৎপত্তি), এর অর্থঃ to fall/to die; পতন, মৃত্যু। এই মূলের সাথে ভিন্ন ভিন্ন prefixes ও suffixes যোগ করে অনেক শব্দ তৈরি করা যায়।

আগের আলোচিত con- , in- ও ad- এর সাথে নতুন দুইটি উপসর্গ de- ও oc-(from ob-) যোগ করে সাজানো হয়েছে আজকের পর্ব। ১. Cadaver: ল্যাটিন cadere থেকে এই শব্দটির উৎপত্তি। যেহেতু cadere অর্থ পতন,আর মানুষের শেষ পতন তার মৃত্যুতে, তাই cadaver শব্দটির অর্থ দাড়িঁয়েছে শব বা লাশ। সমার্থক শব্দঃ corpse. বাক্যঃ Students in medical schools study and dissect cadavers as part of their education. ২. Cadaverous: Cadaver + ous (adj. suffix কোনো গুণ ধারণ অর্থে); তাহলে অর্থ দাঁড়ায় লাশ বা শবের মতো দেখতে। আলঙ্কারিক অর্থে, বিবর্ণ বা ফ্যাকাশে এবং রোগা বুঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়।

সমার্থক শব্দঃ Gaunt, Haggard. বাক্যঃ He recovered from illness. So, his face was very bony, cadaverous. ৩. Cadence: ল্যাটিন cadere থেকে ইতালিয়ান cadenza হয়ে এই শব্দটির আগমন। cadence এর অর্থ হলঃ স্বরের উত্থান পতন বা সঙ্গীতের ছন্দোলয়। সমার্থক শব্দঃ Beat, rythm. বাক্যঃ The spy recognised the polish cadence in Sohanas voice. ৪. Decadent: De + cadere + ent(noun or adj. suffix); De prefix টির অর্থ হলঃ down। তাহলে decadent এর অর্থ হয়ঃ falling down, কিন্তু এই পতন শুধু আক্ষরিক অর্থেই নয়, নৈতিকতার পতন বুঝাতেও ব্যবহৃত হয়. noun রূপ হলঃ decadence. verb রূপ হলঃ decay. সমার্থক শব্দঃ Effete. বাক্যঃ The minister is leading a decadent life of excessive money and no sense of responsibility. Cid রূপে cadere রূট দিয়ে গঠিত শব্দসমূহঃ ৫. Coincidence: Co(from Con) + in + cid + ence(noun suffix); con prefix টির অর্থ হলঃ with /together, in prefix টির অর্থ হলঃ ভিতর, তাহলে coincidence এর অর্থ দাঁড়ায়,befall or happen together, একসাথে পড়া বা একসাথে ঘটা। আর আমরা জানিই যে, যুগপৎ কোনো ঘটনা ঘটাকেই বলে coincidence. সমার্থক শব্দঃ concurrence. বাক্যঃ After the third attack on his car, the undercover agent was convinced that the vandalism was more than just coincidence. ৬. Deciduous: De + cidere + ous(adj. suffix); De prefix টির অর্থ হলঃ down।

তাহলে Decidious এর অর্থ দাঁড়ায় falling down.কিন্তু বিশেষ্য হিসাবে এই শব্দটি ব্যবহৃত হয় পত্রহারী বা পর্ণমোচী বৃক্ষ বুঝাতে, যেহেতু এই ধরণের গাছের পাতা হেমন্তকালে বা শীতকালে ঝড়ে পড়ে। বিপরীত শব্দঃ evergreen. বাক্যঃ Deciduous trees lose their leaves in winter. শীতকালে Deciduous বৃক্ষঃ বসন্তকালে Deciduousবৃক্ষঃ ৬. Occidental: বুৎপত্তিগতভাবে এর অর্থ দাঁড়ায় falling. যেহেতু সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়,তাই পশ্চিমের দেশগুলো বুঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। সুতরাং occidental অর্থ পাশ্চাত্য। ল্যাটিন orior অর্থ to rise, আর তাই, oriental মানে বুঝায় প্রাচ্য। সমার্থক শব্দঃ Hesperian. বাক্যঃ In some respects the oriental mind works rather diffrently from the occidental one. cid মূল থেকে উৎপন্ন আরো কিছু জানা ও অজানা শব্দের তালিকাঃ Incident,Occasion, escheat, Recidivist (অপরাধপ্রবণ ব্যক্তি), Accident....... আরো আরো অনেক।

আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আপাতত সিরিজটা লেখা বন্ধ রাখছি, পরে কখনো সময় হলে আবার হয়তো হাত দেব।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।