আমাদের কথা খুঁজে নিন

   

অধরা মাধুরী



খুব ছোট কিছু চাওয়া ছিল আমার।ট্রেনে যেতে যেতে ছোট কোন একটা স্টেশনে নেমে এক কাপ চা খাব,কখনো খাওয়া হয়নি।ফেনীতে যখন স্কুলে পড়তাম,জানালা দিয়ে ইরেজার পাশের ঝোপে পড়ে গিয়েছিল।ইছ্ছে ছিল এক দিন ফিরে গিয়ে সেই ইরাজারটা খুজে বের করব,ফেরা হয়নি।শখ ছিল ক্লাস ফাকি দিয়ে একদিন বুয়েটের মাঠটায় শুয়ে থেকে আকাশ দেখব।পাঁচ বছর ধরে পড়লাম দেখা হয়নি। আর এখন স্বপ্ন দেখি, আমার স্বপ্নে দেখা রাজকন্যাকে ঘোড়ায় চড়িয়ে দিগ্বিজয় করব।গাইব-"অধরা মাধুরী ধরেছি ছ্ন্দবন্ধনে...." জানি, সমস্ত মাধুর্য নিয়ে সে অধরাই রয়ে যাবে!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।