আমাদের কথা খুঁজে নিন

   

তুমি একজন-ই শুধু বন্ধু আমার।

. আমার নাইবা হলো পারে যাওয়া...

কাল বন্ধু দিবস। চারিদিকে কতো আয়োজন, কতো লিখা লিখি। ফুলেল শুভেচ্ছা, কতো গান। আরো কতো কি। আমারো ভারি ইচ্ছে করে তাদের দলে মিশে যেতে, কেমন করে হবে? বন্ধুহীন এতোগুলো বছর পার হয়ে গেল।

স্কুল জিবনে একজন প্রিয় বন্ধু ছিলো, তাকে হারিয়েছি কতো যুগ আগে। শয়নে, শপনে, জাগরনে, তাকে খুজে ফিরেছি। পেয়েছি তাকে। কিন্তু যে বন্ধু কে আমি আকুল হয়ে খুজেছি, তাকে আর পাইনি। ছোট বেলার বন্ধুদের খোজ পেলেই ছুটে গিয়েছি, উচ্ছলতায় কলকলিয়ে উঠেছি, হতাশ হয়ে ফিরে এসেছি।

কবি শংখ ঘোষ বলেছেন....... দুহাত দিয়েই ধরেছিলাম, রইল না ত তবু, হাতেই কোনো ভুল ছিল কি তবে? হয়ত তাই। আজ এই পরিনত বয়সে এসে তোমায় পেলাম। দোলনচাপা, তোমায় আমি বাস্তব চোখে না দেখলেও তোমায় আমি সবসময় দেখি। আমার অন্তর জুড়ে তুমি আছ। তোমার ভালবাসা, স্নেহ, মমতা আমায় জড়িয়ে ধরে আছে।

তোমার শাষন, বারন আমায় ঘিরে থাকে। তোমার শুভাশিষ আমার মাথার উপর। বন্ধু আমার, তোমায় আমি অনেক ভালবাসি। বন্ধু দিবসে জানাই তোমায় অজস্র ভালবাসা। ভালো থেকো বন্ধু আমার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.