আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের কাছে প্রফেসর, স্ত্রী জানতেন ছাত্র, অন্যদের কাছে ব্রিগেডিয়ার জেনারেল

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

ভয়ঙ্কর চালবাজ প্রতারক।

মানুষ ঠকানোই তার কাজ। এ জন্য নানা পরিচয়-পেশায় পরিচিত পুঠিয়ার শিবপুরের আশরাফ। আমজনতার কাছে তিনি ব্রিগেডিয়ার জেনারেল। কারণ এদের ঠকিয়েই তিনি আজ কোটিপতি। মা ও গ্রামবাসীর কাছে তিনি অবশ্য 'আশরাফ প্রফেসর' নামে পরিচিত।

সমবয়সী ও স্ত্রীর কাছে তিনি রাজশাহী আইন কলেজের ছাত্র। গত সোমবার ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকার হেলালের ৮ আত্মীয়কে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। http://www.allbdads.com/samakal/details.php?news=14&action=main&option=single&news_id=264&pub_no=59

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.