আমাদের কথা খুঁজে নিন

   

বাইরে যাবো

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

বাইরে যখন সুর্য ওঠে হাজার ফুলের পাপড়ি ফোটে পাখির ডানা ঝাপটে ছোটে আমি নিজের ঘরে, তখন নিজের ঘরের মাঝে আটকে থাকা আমার সাজে? মা তুমি ঠিক বুঝবেনা যে মনটা কেমন করে । দিল খোলা মাঠ আমায় ডাকে মেঘ গুলো সব আশায় থাকে ঢেউ ভাঙা ঐ নদির বাঁকে হাত ছানি দেয় মাগো, আমি যদি বের হতে চাই নিষেদ তোমার দুর যেতে নাই সবুজ রংয়ের স্বাদ পেতে চাই তুমি সুধুই রাগো । মাঠের কাছে নদীর কাছে ক্লান্তি ভোলার মন্ত্র আছে সুখ অনাবীল মনটা নাচে দাওমা আমায় যেতে নিষেদ ভেঙে দাও আমাকে সহজ ভাবে বিশ্বটাকে হাতের মুঠোয় পেতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।