আমাদের কথা খুঁজে নিন

   

দ্বন্দ্বের বাইরে

দ্বন্দ্বের বাইরে আর কোনো আকাশ আছে? একটি ঝকঝকে তারাভরা নীল আকাশ! চাঁদনী রাতের জ্যোস্নাচোঁয়ানো অনবদ্য একটি আকাশ দেখার তৃষ্ণায় গলাঅব্দি কাঠ হয়ে আছে। তুমি তো বলেছিলে এরকমই একটি আকাশ আমাদের উপহার দেবেই দেবে তাহলে তুমি কেন প্রতিশ্রুতি-বিরত হাঁটছো উল্টোমুখ বাদুড়ের মতো! আমরা তো প্রতীক্ষার বাতাসে ভর করে এ অব্দি হেঁটে এসেছি উচ্চবাচ্যহীন। কিন্তু দ্যাখো, এখন আমাদের সামনে এবং পেছনে নিরেট দেয়াল বৈ তো নয়, নিরেট শাদা দেয়াল। আমরা সেই ভোর থেকেই প্রতীক্ষার সারিতে- কখন রাত্তির হবে, কখন দেখাবে তুমি ঝকঝকে নীল একটি আকাশ আকাশের নিচে সার সার নদী খরস্রোতা-দুমুঠো শস্যের আবাদ। দোহাই তোমার দ্বন্দ্বের বাইরে একটি বারের জন্য হলেও পা-টি বাড়াও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।