আমাদের কথা খুঁজে নিন

   

আমার উটের মুখটা ধর।। (জোক ১৮+)

আমার ফ্যাক্টরি

একলোক মরুভুমি দিয়ে যাওয়ার পাথে তার চরম আকারে সেক্স উঠে যায়। হাটতে হাটতে কি আর করবে বেচারা শেষমেষ একটি উটকে লাগানোর প্লান করল। যেইনা প্লান তখনই একটি উট পাওয়া গেল। লোকটি উটকে প্রথমবার যখন করতে গেল তখন উট মুখ দিয়ে নাড়া দিয়ে আ........হা............ আ শব্দ করে লোকটিকে সরিয়ে দিল, দ্বিতীয় ও তৃতীয়বার ঠিক একই কাজ করল। মুখ দিয়ে নেড়ে লোকটিকে সরিয়ে দেওয়ার জন্য তার মাথা খারাপ হয়ে গেল। ব্যর্থ লোকের কানে তখন এক নারীকন্ঠের আওয়াজ ভেসে আসল। দৌড়ে খুজতে খুজতে অবশেষে মেয়েটিকে পাওয়া গেল একটি কুয়ার ভেতর। ছিন্নবস্ত্র মেয়েটি চিৎকার করে বলল ’আমাকে উপরে তুলে আন.... আমাকে বাচাও... তুমি যা চাবে তাই দেব’....... লোকটি সন্দেহজনক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল... আর ইউ শিউর.? মেয়েটি জবাব দিল ’হ্যা’.... তখন লোকটি মেয়েটিকে তুলে আনল... উঠার পর মেয়েটি জিজ্ঞেসা করল ’বল তুমি কি চাও.? ’ লোকটি বলল আস... নিয়ে গেল উটের কাছে... এবং মেয়েটিকে বলল ’আমার উটের মুখটা ধর’।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.