আমাদের কথা খুঁজে নিন

   

উটের মুতে ভেসে যায় আমাদের এস এম এস জীবন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

আজকের পৃথিবীতে সাম্রাজ্যবাদীরা সাম্রাজ্যবাদ বিরোধীতাকে মৌলবাদ দিয়ে আড়াল করে রাখছে। সাম্রাজ্যবাদের সদর দফতর আমেরিকা ও তার শাহেনশা জে.ডব্লিউ.বুশ পরিষ্কার বলেদিয়েছে, হয় তুমি আমাদের পক্ষ(অধীন) নয় আমাদের প্রতিপক্ষ(শত্রু)। একবারতো এই কুষ্মান্ড দাবী করে বসল, "God speaks through me." তিনি ইশ্বরের প্রেরিত পুরুষ, দেব দূত! বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে নিবিড় ভাবে মৌলবাদ চাষ করে পৃথিবীর মুক্তিকামী মানুষকে কেবল পদদলিতই করে রাখছে না সেই সাথে এই পৃথিবীকে নিয়ত বাস অযোগ্য করে ফেলছে। এক দিকে লোভ লালসা দিয়ে ডুবিয়ে রেখেছে এক শ্রেনীর নির্বোধদের আর এক দিকে বিপ্লব কে দমিয়ে রাখবার জন্যে উসকে রেখেছে অন্ধ মৌলবাদ।

যে তরুনের কাজ ছিল পৃথিবীকে আলোকিত করবার সে হয় ব্যাস্ত কর্পোরেট বেতনে নিজের হেরেম রাঙ্গাতে নয়তো যুক্তি-অঙ্ক বিদ্যায় পারদর্শী হয়ে দিনরাত হিসেব কষছে কি করে নিজের গোর আজাব আর একটু কম করা যায়। একদিকে যখন কোন শপিং কম্প্লেক্সে সেট পরে ঈদের কোন ঝাকানাকা ম্যাগাজিন অনুষ্ঠানের তখন এই শহরেরই আশেপাশের বস্তিতে পলিথিন ব্যাগে মুখ গুজে মরণ এক নতুন নেশায় ডুব দেয় এক দল কিশোর। যার কাছে নেশা করবার দুশ টাকা কোন হুমায়ুন আজাদ কিংবা হুমায়ুন আহমেদের জীবনের চেয়ে অনেক বেশী মূল্যবান। বাংলাদেশে ধনী আর দরিদ্রের পার্থক্য কি ভয়ানক বেড়েছে সে দিকে দৃষ্টি দেবার সাহস টেলিভিশনের "ঠগ শো" অলাদের কবে হবে। মানুষ এখন পুজির দৈত্যদের নানা দুষ্কর্মের দিকে আঙ্গুল উচানোর স্থলে অতিষ্ট হয়ে আছে হিজবুত টাইপের নানান হুজ্জতির দ্বারা।

এটাইতো চায় বিশ্ব ফেরিবাজেরা। যত বেশী পেরেশানি তত বেশী কথা, তত বেশী এস এম এস। এরা আপনার শীর্ষ খবর খাবে, বিস্তারিত খবর খাবে, রাজনীতির খবর খাবে, কৃষি খবর খাবে, খেলার খবর খাবে কিছু দিন পর শোক সংবাদ ও স্পন্সর ধরে প্রচার করবে। জয় বিজ্ঞাপন তরঙ্গ, জয় বিশ্ব বানিজ্য। ২০০ বছেরর দাসত্ব এক ভাবে শেষ হয়েছে ঠিকই কিন্তু আজকের মুক্ত পৃথিবী আমাদের কয়শত বছরের পরাধীনতা দেয় কে জানে! অথচ আমরা কেমন অদ্ভুত ব্যাস্ত রয়েছি, সাবান সুন্দরী প্রতিযোগীতা এবং বিজ্ঞাপন চিত্রের আইডিয়ার অভিনবত্ব অবিষ্কার নিয়ে।

কবি তুমি কত আগেই হুশিয়ার করে ছিলে এ জাতির উট মুত্র সেবনের ভয়াবহ পরিনাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.