আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৩

!
এই সিরিজের উদ্দেশ্য, আমার জানা কিছু শব্দগুলোকে root ধরে একত্রিত করা। শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ১ শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ২ আজকে যে শব্দ নিয়ে আলোচনা করব, সেটি হলোঃ Gregarious। এই শব্দের মূল হলঃ Greg(ল্যাটিন grex থেকে, greg এবং gregate মূলদ্বয়ের উৎপত্তি), এর অর্থঃ herd/flock; পাখির ঝাঁক,পশু/মানুষের দল। এই মূলের সাথে ভিন্ন ভিন্ন prefixes যোগ করে অনেক শব্দ তৈরি করা যায়। আগের আলোচিত con- ও ex- এর সাথে নতুন দুইটি উপসর্গ se- ও ag- যোগ করে সাজানো হয়েছে আজকের পর্ব।

১. Gregarious: greg এর সাথে -ous adjective suffix যুক্ত হয়ে এই শব্দটির উৎপত্তি। যেহেতু greg অর্থ দল, তাই gregarious শব্দটির অর্থ দাড়িঁয়েছে দলবদ্ধ হয়ে বসবাসকারী অর্থাৎ সঙ্গপ্রিয়। সমার্থক শব্দঃ social, outgoing. বাক্যঃ Tanvir is a gregarious person who avoids solitude. ২. Egregious: E (from Ex) + greg + -ous adjective suffix যুক্ত হয়ে এই শব্দটির উৎপত্তি। Ex prefix টির অর্থ হলঃ out, বাহির। তাহলে Egregious এর অর্থ দাঁড়ায় out from the flock।

উৎপত্তিগতভাবে এর অর্থ তাহলে দাড়াঁয়, যে, দলের অন্য সদস্য থেকে ভিন্নতর, exceptional. কিন্তু ষোড়শ শতকে এসে এই শব্দের অর্থ নেতিবাচক দিকে মোড় নেয়। বর্তমানে এর অর্থ দাড়িঁয়েছে কুখ্যাত। egregious lie কথাটি বেশ ব্যবহৃত হয়, এর অর্থ হচ্ছে গুরুতর/চরম মিথ্যা। সমার্থক শব্দঃ flagrant, glaring. বাক্যঃ Most of the politicians are egregious liar. দ্বিতীয় বাক্যঃ He made an egregious mistake. 3. Segregate: Se + gregate; se prefix টির অর্থ হলঃ apart। তাহলে segregate এর অর্থ হয়ঃ to apart from flock, দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া. তাই segregate এর অর্থ বিচ্ছিন্ন করা, পৃথক করা।

noun রূপ হলঃ segregation. সমার্থক শব্দঃ isolate,sequester, seclude. বাক্যঃ Schools should not segregate children with disabilities. 4. Congregate: Con + gregate; con prefix টির অর্থ হলঃ with /together। অর্থাৎ congregate অর্থ হলঃ সমাবেশ করা বা জড়ো হওয়া। সমার্থক শব্দঃ assemble, gather. বাক্যঃ Crowds began to congregate to hear the Prime minister's speech. 5. Aggregate: Ag (from ad-) + gregate; Ad prefix টির অর্থ হলঃ to, towards। তাই aggregate এর অর্থ দাঁড়িয়েছে to add to the flock,কোনো দলে যোগ হওয়া, বা কোনো কিছু জড়ো করা। সমার্থক শব্দঃ combine. বাক্যঃ Both power and wealth aggregate within the affluent class. (verb হিসাবে) দ্বিতীয় বাক্যঃ Raspberries are aggregate fruits।

(Adjective হিসাবে,অর্থ পুঞ্জীভূত) আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।