আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ১

!
আগেই বলে রাখি আমার এই সিরিজের উদ্দেশ্য, আমার জানা কিছু শব্দগুলোকে root ধরে একত্রিত করা। এর ফলে কিছু শব্দ খুব সহজে মনে রাখা যায়। ব্লগার ম্যাভেরিক এর শব্দের উৎপত্তি নিয়ে লিখা পোষ্ট দেখে এই লেখার আগ্রহ পেয়েছি। আজকে যে শব্দ নিয়ে আলোচনা করব, সেটি হলোঃ Evoke। এই শব্দের মূল হলঃ voke(ল্যাটিন vocare থেকে), এর অর্থঃ to call, ডাকা, আহবান করা।

এই মূলের সাথে ভিন্ন ভিন্ন prefixes যোগ করে অনেক শব্দ তৈরি করা যায়। ১. Evoke: ex + vocare; ex prefix টির অর্থ হলঃ out,বাহির। তার মানে evoke এর অর্থ দাঁড়ালঃ to call out। আমরা মাঝে মাঝেই স্মৃতিকাতরতায় ভুগি। স্মৃতি আমাদেরকে বাহির থেকে ডাক দেয়।

সেজন্য evoke এর অর্থ হলঃ স্মৃতি জাগিয়ে তোলা। এর অন্য অর্থ হল আহবান করা। সমার্থক শব্দঃ arouse, excite. বাক্যঃ She evokes her childhood memories. ২. Revoke: Re + vocare; re prefix টির অর্থ হলঃ back/again। তাহলে Revoke এর অর্থ দাঁড়ায় to call back। একটা আইন তৈরি করার পর সেটিকে আবার সংসদে ডাকা হতে পারে সংশোধন করার জন্য অথবা বাতিল করার জন্য।

তাই Revoke এর অর্থ দাঁড়িয়েছে, বাতিল করা। সমার্থক শব্দঃ annul, repeal. বাক্যঃ The work permits of Bangladeshi immigrants in Malaysia have been revoked. 3. Provoke: Pro + vocare; pro prefix টির অর্থ হলঃforward/ahead। তাহলে provoke এর অর্থ হয়ঃ to call forward. কাউকে আগ বাড়িয়ে ডাকার অর্থ হল তাকে প্ররোচিত করা, উদ্দীপ্ত করা। সমার্থক শব্দঃ incite, stir up. বাক্যঃ Don't provoke me to take severe action against you. 4. Convoke: Con + vocare; con prefix টির অর্থ হলঃ with/together। তাহলে convoke এর শাব্দিক অর্থ দাঁড়ায়ঃ to call together, সমবেত হওয়ার জন্য ডাকা।

সমার্থক শব্দঃ convene, summon. বাক্যঃ Separate meetings had been convoked by the two opposing factions of BNP. 5. Invoke: In + vocare; in prefix টির অর্থ হলঃ ভিতর। তাই invoke এর অর্থ দাঁড়িয়েছে ভিতর থেকে ডাকা। আমরা বিপদে পড়লেই মনের গহীন থেকে স্রষ্টার কাছে সাহায্য চাই, তাঁকে ডাকি। তাই invoke অর্থ সাহায্যের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করা। এই শব্দটির আরো ভিন্ন কিছু অর্থও আছে।

যেমনঃ নিজের চেয়ে শক্তিশালী কারো কাছে সাহায্য চাওয়া। সমার্থক শব্দঃ appeal. বাক্যঃ People of Bangladesh are often invoked against flood. দ্বিতীয় বাক্যঃ I invoked all the Lord Cardinal's power to organise a search for you. আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ছবিসূত্রঃ উইকিপিডিয়া।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।