আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে মায়ের কোল থেকে শিশুকে নিয়ে আঁছড়ে হত্যা !

zahidmedia@gmail.com

নোয়াখালীর সেনবাগে বৌ-শ্বাশুড়ীর ঝড়গা চলাকালে শ্বাশুড়ী নুর জাহান ও দেবর আশিকুর রহমানের বিরুদ্ধে মায়ের কোল থেকে ছয়মাসের শিশুকন্যা তানজিলা আফরিনকে আছড়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের দই বেপারীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। তবে স্থানীয়দের ভাষ্যমতে- বৌ-শ্বাশুড়ী ও দেবরের ঝড়গার সময় ওই শিশু তাঁর মায়ের কোল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক শিশুটিকে প্রথমে বেগমগঞ্জ ১০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি ঘটলে সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

এদিকে সুধারাম থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। শিশু তানজিলা আফরিনের মা তাহেরা বেগম হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পারিবারিক বিষয় নিয়ে রোববার বিকেলে তাঁর শ্বাশুড়ী ও দেবরের সঙ্গে তাঁর ঝড়গা হয়। এসময় শ্বাশুড়ী ও দেবর তাঁকে বেদম মারধর করে। যার এক পর্যায়ে তাঁরা তাঁর কোল থেকে ছয় মাসের শিশু কন্যা তানজিলাকে কেড়ে নিয়ে আছাড় দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং সোমবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তিনি এসময় সন্তনের মৃত্যুকে হত্যা অবিহিত করে এর বিচার দাবি করেন। এদিকে মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া সেনবাগ থানার এসআই আকরাম হোসেন জানিয়েছেন, খবর পেয়ে সোমবার সকালে পশ্চিম লালপুর গ্রামের ওই বাড়িতে গিয়ে অভিযুক্ত শ্বাশুড়ী ও দেবরকে পাননি। স্থানীয়দের তথ্য মতে সোমবার সকালে তাঁরা বাড়ি ছেড়ে চলে যায়। তবে তদন্তকালে বাড়ির অন্যান্য লোকজন বৌ-শ্বাশুড়ীর মধ্যে ঝড়গা হওয়ার কথা নিশ্চিত করেছেন। এবিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে সুধারাম থানার এসআই খন্দকার ইসমাইল জানান, লাশ উদ্ধার করে তিনি ময়না তদন্তের ব্যবস্থা করেছেন। এসময় হাসপাতালে নিহত শিশুর মা তাঁর সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে আছাড় দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। স্থানীয় সুত্রে জানা গেছে, ৪ সন্তানের জননী তাহেরার স্বামী খালেকুজ্জামান বর্তমানে কুয়েত প্রবাসী। এক বছর আগে সর্বশেষ তিনি দেশে আসেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই বৌ-শ্বাশুড়ী ও দেবরের মধ্যে ঝড়গা-বিবাদ হতো।

রোববার বিকেলেও ঝড়গা ও হাতাহাতি হয়। যার এক পর্যায়ে ওই ঘটনাটি ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.