আমাদের কথা খুঁজে নিন

   

রিচার্ড অলডিংটনের মৃত্যুদিন আজ

জানতে ও জানাতে ভাল লাগে

খ্যাতিমান ইংরেজ কবি ও লেখক রিচার্ড অলডিংটনের মৃত্যুদিন আজ। ১৯৬২ সালের আজকের দিনে তাঁর মৃত্যু হয়। প্রথম বিশ্বযুদ্ধকে নিয়ে কবিতা এবং উপন্যাস লিখে খ্যাতিমান হন তিনি। 'টেল অব অ্যা হিরো' খ্যাতির শীর্ষে নিয়ে আসে তাঁকে। অলডিংটনের জন্ম ১৮৯২ সালের ৮ জুলাই, পোর্টসমাউলে।

ডোভার কলেজে পড়াশোনা করেন তিনি। এরপর ইউনিভার্সিটি অব লন্ডনে ১ বছর পড়াশোনা করেন। অর্থসংকটে পড়ে পড়ালেখা শেষ হয়নি। ১৯১১ সালে পরিচয় ঘটে কবি হিলদা ডু লিটল এর সঙ্গে। দু'বছর পর বিয়ে করেন তারা।

১৯১৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন। রয়্যাল সাসেক্স রেজিমেন্টের কমিশন লাভ করেন ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। যুদ্ধক্ষেত্রে আহত হন। বাকি জীবনে আর পুরোপুরি সুস্থ হতে পারেননি।

১৯২৮ সালে অলডিংটন স্বেচ্ছা নির্বাসনে চলে যান। প্যারিসে নিঃসঙ্গ জীবন যাপন করতে থাকেন। এই সময় এক বৃটিশ অভিজাত রমণী ন্যান্সি কুনাডের প্রতি মুগ্ধ হয়েছিলেন। সেই সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর নেটা নামে এক নারীকে বিয়ে করেন। নেটাকে নিয়ে চলে যান আমেরিকা।

মনোযোগী হন আত্নজীবনী লিখতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.