আমাদের কথা খুঁজে নিন

   

রিচার্ড গিয়ার



অ্যান অফিসার অ্যান্ড এ জেন্টেলম্যান। এই ছবিটা দেখে আমি মুগ্ধ হয়ে হয়েছিলাম। এরপর প্রিটি ওম্যান, তারপর শিকাগো, ইন্টারন্যাল অ্যাফেয়ার্স দেখে তার অভিনয়ের ভক্ত হয়েছি। আমি বলছি হলিউডের অভিনেতা রিচার্ড গিয়ারের কথা। একজন মানুষ হিসেবেও তাকে আমার খারাপ লাগেনি।

তার সম্পর্কে যতটুকু জেনেছি, তিনি হয়তো দর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, যদিও তিনি ডিগ্রি নিয়ে বের হতে পারেননি। তার বিবাহিত জীবন নিয়ে সমস্যা আছে। প্রখ্যাত মডেল সিন্ডি ক্রফোর্ডকে তিনি বিয়ে করেছিলেন। তারপরে আরো এক অভিনেত্রীকে বিয়ে করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে আরও নারীর শয্যাসঙ্গী হয়েছেন।

তাতে আমার তার সম্পর্কে ধারণা বদলায়নি। একজন অভিনেতা, ও একজন মানুষ হিসেবে তাকে আমি সম্মাণ দিয়েছি। তবে গত প্রায় এক দশক যাবত তিনি যা করছেন, তা মেনে নিতে পারছি না। তিনি তিব্বতের দালাইলামার অনুসারী হয়েছেন। এক অর্থে তিনি দালাইলামার ভাব্যশিষ্য।

হিমাচল প্রদেশে দালাইলামার আস্তানায় তিনি থাকেন। এখানে বসে তিনি নানা চীনবিরোধী কথা-বার্তা বলছেন। এক সময় ভারত তাতে খুশী হতো। কিন্তু এখন ভারতও এতে বিরক্ত। কারণ অরুনাচল নিয়ে ভারতের সঙ্গে চীনের সমস্যা অনেকটাই মিটে গেছে।

আর ভারত-চীন বানিজ্যিক সম্পর্ক এখন খুব ভালো। তারা চায় না দালাইলামা এবং রিচার্ড গিয়ার তাদের নিজস্ব ব্যাপার নিয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি করুক। ব্যাপারটা বুঝতে পেরেছেন দালাইলামাও। তিনি কদিন আগে বলেছেন, তিব্বত চীনেরই অংশ। তার কথায় নাক কাটা গেছে গিয়ারের।

তিনি বুঝতে পারেননি, দালাইলামা এ কথা বলতে পারেন। রিচার্ড গিয়ার আমেরিকান সাম্রাজ্যবাদীদের প্রতিনিধি ছাড়া আর কিছু নন। তার উদ্দেশ্য, ভারত ও চীনের মধ্যে সমস্যা জিইয়ে রাখা, যাতে যুক্তরাষ্ট্র সুযোগ বুঝে সুবিধা নিতে পারে। কিছু দিন আগে রিচার্ড গিয়ার ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠিকে প্রকাশ্যে চুমু খেয়েছেন। এতে অবশ্য আমি দোষের কিছু দেখি না।

কিন্তু রিচার্ড গিয়ার মানবাধিকারের নামে এই অঞ্চলে যা করছেন, তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে গিয়ারকে হিমাচল থেকে বহিস্কারের দাবি জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.