আমাদের কথা খুঁজে নিন

   

সুখের ব্যাকরণ

সবকিছুতেই আনন্দ খুঁজি।

সুখের ব্যাকরণ আজও হলনা জানা কতটা ত্যাগের পর পাব তার দেখা লক্ষ শহীদের রক্তে কেনা স্বাধীনতার সুখ কত মায়ের অব্যক্ত রোদনে ভারী আকাশ কত সখিনার পুড়ল কপাল প্রতিনিয়ত হাহাকারে আবর্তিত স্নেহময়ীগন্ধার বুক। ক্ষুধার জ্বালায় নিয়ত বিপর্যস্ত ঝরে পড়ে না ফোটা শেফালীরা নিষ্পেষিত হয় কত হায়েনার হিংস্র থাবায় ফুল হয়ে আর হয়না ফোটা জীবন কাননে দেয় নাতো সুনাগরিক সুমিষ্ট ফল তাদের দুঃখ অমানিষায় সুখ খুঁজে পায় হায় কতশত কামনার অসুর। আমি এক জীবনের তার ছেঁড়া বিমূঢ় বাদক আঁধারের তন্তুতে বুনি দুঃখের কারুকাজ দেখি প্রহরের ভাঁজে মাথাকুটে মানবিক প্রাণ অতিব্যস্ত পাষাণ জনপদে ক্লান্তিহীন পথচলার হয়নাকো তবু অবসান মহাকালের স্রোতে ছুটেচলা রোদেলা দুপুরে সুখ যেন এক অচিন কিশোর কিংবা প্যানডোরার বাক্স থেকে হারিয়ে যাওয়া দূর্লভ আয়ু জীবনের কক্ষপথে প্রতিনিয়ত খুঁজি তারি ব্যাকরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।