আমাদের কথা খুঁজে নিন

   

ভগ্ন প্রেম

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

জীবনে চলার পথে কোন এক শুভ প্রাতে হয়েছিল প্রেয়সীর সাথে দেখা। সেই দিন হতে প্রতিটি রাতে মনে পড়েছিল তার কথা। ভাগ্যের লিখনে কোন এক ক্ষণে আবার হলো দু'জনার দেখা। সব ভাবনা ফেলে পাছে চুপিচুপি এল কাছে, মনের সমস্ত কথা আসিল মুখে প্রেমের ফুল ফুটিল বুকে। এভাবেই দিন যায় মন শুধু তাকে চায় নিরালায় বসিয়া; আকাশ পানে চাহিয়া স্বপ্ন বুনি মনে প্রতি ক্ষণে।

একদিন চিঠি দিল মোর হাতে অভিমানের ইঙ্গিতে। লিখেছিল সে, আমি চললুম দূর দেশে। যেভাবে এসেছিল সেভাবেই ভেসে গেল, ছিঁড়ে গেল প্রেমের মালা স্তব্ধ হয়ে গেলো গলা। ভাবিল না মনে আমি থাকিব কেমনে? তাকে ছেড়ে শূণ্য স্বপনের ঘরে। মধুর সুর বাজিলনা বাঁশিতে দূরে চলে গেলো হাসিতে হাসিতে; আসিল না জীবনে আর শুভ লগ্ন স্বঞ্চিত প্রেম হলো ভগ্ন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.