আমাদের কথা খুঁজে নিন

   

ভগ্ন সমাজ

আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ। সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়। অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা। আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত। মস্তিস্ক চর্চায় আমার নেশা।

আমি পারিনা তাকাতে ঐ ক্ষুদার্থ শিশুটির দিকে তাকাতে। পারিনি সইতে বৃদ্ধ মানুসটির অসহায়ত্ব। কি করে পারে মানুস নিরিহ মানুস কে নিঃশেষ করতে? তাদের কি অন্তঃদংশন বলে কিছু নাই? যেখানে খাবার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় সেখানে সমাজের বিত্তবানরা পারে কি করে বিলাসিতা নামক বস্তুটি গলধকরণ করতে? সল্প বসনার নারী দেখে পুলকিত হন কিন্তু উলঙ্গ সেই সব মানুস দেখে নাক সিটকান কেন! নগ্নতাই যদি আধুনিকতা হত তবে আর অসহায় মানুস গুলো বস্ত্রের জন্য আহাজারি করত না। এই জগৎ চোরা-বাজারিতে লুট হয় কত শত মানুসের ভাগ্য! আর হয় সে নিঃস্ব। প্রতিটি মানুস ই ভল থাকতে চায় কিন্তু পারে না পারিপার্শিক চাপে।

সমাজের সম্যস্যা গুলো নিয়ে সচেতন মানুস শুধু চায়ের কাপেই ঝর তুলে। আমি সেই সব মানুস কে বলছি-আমি,আপনি জানি কোনটা সঠিক। আপনাকে বলব না দেশ সেবা করেন। শুধু বলব ন্যায় এর পথে আসেন। অন্যায় টাকে রুখে দিন।

মনবল টাকে শক্ত করে এগিয়ে আসুন আগামির জন্য। নাকি ভেবে নেব সেই চিরায়িত কথাটায় আজীবণ সত্যই থাকবে-“মানুস শুধু নিজেকে নিয়েই ব্যাস্ত”!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.