আমাদের কথা খুঁজে নিন

   

সংস্কৃতির রূপকল্প

সংস্কৃতি একটি বিশদ ধারণা, কোনো একটি সম্প্রদায়ের সামাজিক উত্তরাধিকারের সমগ্র- এর বস্তুগত প্রকাশ, মতাদর্শগত প্রকাশ এবং কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রকাশের অন্তর্ভুক্তি। ইতালিয় মার্কসবাদী তাত্তি¡ক আন্তেনিও গ্রামসির মতে, সংস্কৃতি হল এমন একটি ব্যাপ্তি যেখানে ব্যক্তি গোষ্ঠী প্রভৃতির বৈশিষ্ট্যসূচক চিন্তারীতি পরিব্যাপ্ত ও বিন্যস্ত, যেখানে হেজেমনি সংস্থাপিত এবং ভঙ্গুর ও পুনর্গঠিত হতে পারে। একটি সামাজিক গোষ্ঠীর প্রাধান্য দুইভাবে প্রকাশ পায়- একদিকে কর্তৃত্ব আর অন্যদিকে বৌদ্ধিক ও নৈতিক নেতৃত্ব। আর কোনো গোষ্ঠীর সম্মতি আদায় সাংস্কৃতিক উপায়েই সম্ভব। ইতিহাস সাক্ষী, সংস্কৃতির যা কিছু অর্জন তা সাধারণ জনসাধারণের সৃষ্টি, জনগণের সম্পত্তি- অধিপতি শ্রেণী এই সবই দখল করে নিয়েছে।

সংস্কৃতির ভোগ-ব্যবহারে সবার অধিকার সমান নয়। মূলত গ্রামসির সাংস্কৃতিক চিন্তার সারবস্তু বইয়ের অন্তর্ভুক্ত প্রবন্ধগুলো লেখার প্রেরণা। এখানে তত্ত¡গত বিষয়টি প্রাধান্য পেয়েছে। বইয়ের আলোচনাগুলোয় সংস্কৃতির প্রশ্নের বিবিধ জবাব রয়েছে। অনেক প্রশ্নের সূত্রমুখ রয়েছে।

যে-সব চিন্তক ও দ্রোহী মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখেন তাদের জন্য খোরাক রয়েছে। যারা সংস্কৃতি নিয়ে ব্যাপকভিত্তিক কাজ করতে উৎসাহী, তাদের জন্য সূত্রমুখ রয়েছে। গ্রামসির সংস্কৃতি-চিন্তার কিছু ভাষ্য রয়েছে, সেগুলো আমাদের সমাজপ্রেক্ষিতে প্রাসঙ্গিক। সব মিলে বলা যায়, বইটি পাঠকের চিন্তাকে সমৃদ্ধ করবে। সংস্কৃতি নিয়ে নতুন ভাবনার উদ্বোধন ঘটাবে।

প্রকাশক : সংবেদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।