আমাদের কথা খুঁজে নিন

   

অনেক অনেক দিন পর মনকে নাড়া দিয়ে যাওয়া একটি অ্যাড: মূক ও বধির একটি মেয়ের সংগীত দর্শন



টিভির ৪৯টি চ্যানেলের মাঝে সবগুলোর বিজ্ঞাপন এক করেও ইদানীং খুব কম অ্যাডই মনে দাগ কাটে..... বেশীরভাগ অ্যাডই তারকা নির্ভর..... সেগুলো ভাল হয় সন্দেহ নাই তবে হঠাৎ করে বন্ধ হয়ে গেলেও ইচ্ছা করেনা শেষটা কি হয় জানতে, চোখে লেগে থাকে ওগুলো.... মনে দাগ কাটেনা...... আজকে অনেক অনেকদিন পরে একটা অ্যাড দেখলাম যেটা খুবই খুবই ভাল লাগছে...... অ্যাডটার থিম সাধারনই বলা যায়....তা হল: মূক এবং বধির একটি মেয়ে ভায়োলিন বাঁজাতে চায় কিন্তু তার শিক্ষিকা কিংবা সহপাঠীরা সবাই তার সাথে বিরূপ আচরণ করে...... কেউই তাকে সহযোগিতা করেনা উল্টা একজনকে দেখা যায় তার উপর ঈর্ষান্বীত হয়ে তার ক্ষতি করার চে্ষ্টা করে...... এসময় মেয়েটার পাশে একজন লোক এসে দাঁড়ায় এবং শেষ দৃশ্যে দেখা যায় মেয়েটা ভায়োলিন ভেঙ্গে দেয়া হলেও সে সেই ভাঙ্গা ভায়োলিনটা কোনমতে ঠিক করে কম্পিটিশনে হাজির হয় এবং যথারীতি সবাইকে স্তম্ভিত করে নিজের জাত বুঝিয়ে দেয়....... সহজভাবে বলা যায় এই অ্যাডটার থিমে কোন নতুনত্ব নাই...... এই কাহিনী খুবই কমন...... তবুও এটা মনে দাগ কেঁটেছে এর মেকিং এবং মডেলটার জন্য....... মেকিং থেকে যেই জিনিসগুলো আমি বলব ভীষণ ভাল লেগেছে তা হল: ১) Music is a visible thing.........Close your eyes and watch it....... এই কথাটি দিয়ে মেয়েটাকে সাহস দেয়া...... অনেক আগে থেকেই কথাটা জানি.... তাসমি আমাকে বলেছিল এটা.... কথাটার স্বার্থক রূপায়ন করা মোটেও সহজ নয়..... বিটোফেন করেছিলেন.... তবে এই অ্যাডে এই ব্যাপারটাই করা হয়েছে এবং সুন্দরভাবেই তা করা হয়েছে...... একদম শেষে মেয়েটা যখন পারফর্ম করে তখন ফ্ল্যাশব্যাকে পিছনের সব ঘটনা আসতে থাকে এবং সেগুলোই অনুদিত হয় তার ভায়োলিনে....। ২) দ্বিতীয় যেটা ভাল লেগেছে সেটা হল একটা প্রজাপতি'র জন্ম নেয়া এবং দিগন্তের দিকে ছুটে যাওয়া...... ৩) সর্বোপরি পুরো সময়টাতেই মনে হয়েছে জানি এরপর কি হবে কিন্তু দেখতে উৎসুক কিভাবে তা হয়...... খুব কম অ্যাডেই এমনটা মনে হয়...... যাই হোক, ভাল লাগলে দেখতে পারেন অ্যাডটা:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.