আমাদের কথা খুঁজে নিন

   

জীবনানন্দ দাশ _ কুড়ি বছর পরে

Honesty is an expensive thing, Don't expect it from cheap people...

"জীবনানন্দ দাশ _ কুড়ি বছর পরে" আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি। আবার বছর কুড়ি পরে— হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে— তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে— তখন হলুদ নদী নরম নরম হয় শর কাশ হোগলায়— মাঠের ভিতরে। অথবা নাইকো ধান ক্ষেতে আর; ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার— তখন হঠাৎ মেঠোপথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে সরু-সরু কালো-কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরীষের অথবা জামের, ঝাউয়ের— আমের; কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার— তখন আবার যদি দেখা হয় তোমার আমার! তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে— বাবলার গলির অন্ধকারে অশথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে। চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে— সোনালী-সোনালী চিল— শিশির শিকার করে নিয়ে গেছে তারে— কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।