আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার হাওয়ায় ওড়ে প্রজাপতির পাখা

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

কল্পনার হাওয়ায় ওড়ে প্রজাপতির পাখা মনের গহনে কল্পনার হাওয়ায় ওড়ে প্রজাপতির পাখা দূর কোন সমুদ্র দ্বীপে ন্যুব্জ হয়ে আছে নারকেল শাখা তপ্ত রোদে দহিত বালুকারাশির উন্মত্ত তৃষ্ণা মেটাতে সফেন সমুদ্র জল আছড়ে পড়ে বার বার কিনারাতে দৃষ্টির অন্তিম সীমানায় রাজহংসী যেন শ্বেত পোত দাঁড়িয়ে, অপার্থিব কোন মোহে রহস্যময়ী কপোত। আলিঙ্গনে মত্ত যেথা সুনীল জল আর নীলিম আকাশ নিবিড়তায় জড়িয়ে রেখেছে দু’জনার নীল অন্তর্বাস অনন্ত কাল জমে থাকা অনুরাগ যেন গলে ধীরে ধীরে। প্রজাপতির কুসুম রাঙ্গা ডানা সেথা উড়ে উড়ে ফিরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।