আমাদের কথা খুঁজে নিন

   

আমার বেলুন কাহানী ১৮্

অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মাথায় সম্রাটের মুকুট পরায়

আমি ছোট বেলা থেকেই কিছুটা বোকা ধরনের মানুষ ,অনেক কিছুই সময় মত করতে পারি না ,সময় মত বলতে পারি না । সে জন্য অনেক রকম সমস্যায় পরেছি ,যা মনে আসলে আজ ও হাসি পায় । এর কয়েকটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম ; ঘটনা ১ : তখন আমার বয়স ৬-৭ হবে ,আমি বেড়াতে গিয়েছিলাম আমার খালার বাড়িতে । আমার একটা খালাত ভাই আছে আমার সম বয়সি ,আমরা দুই ভাই রান্নাঘর এর দরজাতে বসে কথা বলছিলাম ,আর আমার খালা রান্না করছিল । তো আমাদের কথার এক পর্যায়ে আমার ভাই আমাকে প্রশ্ন করল আচ্ছা ,মানুষ এর বিয়ের পর দেখি বাচ্চা হয় ,তাইলে নায়ক নায়িকাদের বিয়ে হয় যখন তখন তাদের বাচ্চা হয় না ? তখন আমি বললাম ,আরে গাধা এদের ও বাচ্চা হয় . তখন ও বলল তাইলে তো এগো অনেক বাচ্চা ,এত গুলা কই থাকে ? আমি বললাম ,এতিমখানাতে এত বাচ্চা আসে কোন জায়গা থাইকা বুজছ না ।

তখন আমার খালা আইসা আমারে আর আমার ভাইরে ঠাস করে একটা ....বাকীটা বুইঝালন । ঘটনা ২ :আমার ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার খুব শখ ছিল ,তো কেউ আমাকে যদি বলত ,বড় হয়ে তুমি কী হবা ,আমি বলতাম ডাক্তার । তো আমি একদিন টিভি দেখছিলাম ,সম্ভবত ওখনেই গাইনি ডাক্তার নাম শুনি ,এর পর থেকে কেউ আমাকে প্রশ্ন করলেই বলতাম গাইনি ডাক্তার হব । আমার কথা শুনে সবাই হাসত আমি তখন ভাবতাম এইটা মনে হয় বড় কোন ডাক্তার এর পোষ্ট ,নাইলে সবাই শুনে হাসে কেন ? এক দিন আম্মুকে বললাম আমার মনের কথা খুলে তখন আম্মা বলল , তুমি অন্য ডাক্তার হবে আমি বললাম কেন? তখন আম্মা বলল পরে বলব । আম্মাকে আর বলতে হয়নি ,সময় এর স্রোতে আমি বুঝে গেছি ।

ঘটনা ৩ : তখন আমার বয়স হবে ৮ । আমার ছোট চাচার বিয়ের জন্য আমরা সবাই গ্রামে গেলাম । আমার গ্রাম খুব ভাল লাগে । আসল কথায় আসি ,আমার চাচার বিয়ের দিন সবাই অনেক মজা করলাম ,আমি এক মাএ ভাতিজা তাই সব জায়গায় আমি চাচার সাথে । যখন আমার চাচিকে আমাদের বাসায় নিয়ে আসলাম তখন চাচিকে বাসর ঘরে না রেখে অন্য ঘরে রাখা হইছে ,এদিকে চাচির বাড়ি থেকে লেপ ,তোশক বালিশ এই গুলা ও দিছে ,যখন এই গুলা খাটে বিছান হইছে তখন রাত হয়ে গেছে ।

আমাদের গ্রাম এর বাড়ীতে তখন ও বিদ্যুত যায়নি ,তাই সবাই আগে আগে ঘুমানোর প্রস্তুতে নিচ্ছে । নতুন বউকে বাসর ঘরে পাঠান হল ,একটু পর আমার চাচাকে ও পাঠান হল সাথে আমি । চাচা যখন গেল তখন আর অনেকে ই ছিল ,আমি যেয়ে খাটে বসে আছি । হাতে একটা বল নিয়া রাখাছি ,তো বলটা আমার হাত থেকে খাটের পাশে পরে যায় ,আমি বলটা আনার জন্য নিচে হাত বাড়াই তখন আমার হাতে একটা প্যাকট লাগে ,আমি প্যাকট টা বের করে দেখি এটা বেলুন এর প্যাকট । আমি তো খুশি তে শেষ ।

কিন্তু ভাবতেছি চাচাকে না বলে নেওয়াটা ঠিক হবে না । আমি তখন চাচাকে বললাম :চাচা আমি আপনার কাছ থেকা একটা জিনিস নিতে চাই । চাচা বলে কী? আমি বললাম এই বেলুন গুলা (কনডম) । তখন ঘর ভরা মানুষ ছিল ,সবাই তো হা হয়ে গেল । তখন আমার এক ভাই বলল ,চল তোমাকে দোকান থেকে নতুন কিনা দেব ।

আমি কান্না শুরু করলাম আর বললাম এই গুলাই নিব । শেষ পর্যন্ত আমি জিতলাম ,আমি এইগুলা নিয়া আসি । সকালে ঐগুলা আর খুজে পাইনি । টীকা :গ্রামে আমরা কনডম ই বেলুন ভেবে ফুলাতাম ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।