আমাদের কথা খুঁজে নিন

   

বেলুন এবং একটি খোঁচা...

গান বাঁধার চেষ্টা করি আর ঘুরে বেড়াই... যে ব্যাক্তি ফেসবুক খুলিয়াই আমাকে বন্ধু হইবার আহ্বান জানিয়েছে । মাত্র ২ ঘণ্টা আগে ফেসবুকে জয়েন করিয়াই আগে আমাকে খুঁজিয়া বাহির করিয়াছে। এতো বড় অনলাইন দুনিয়াতে যার আপন বলতে আমি ছাড়া আর কেহ নাই, যে আমাকে তাহার সকল বন্ধু, কাছের দুরের সকল আত্মীয় থেকেও উপরে রাখিয়াছে, আমি তেমন নতুন আইডি গুলোর জন্য এক বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করতে চাইছি । যেন তাঁরা দীর্ঘদিন সুন্দর এবং নিরাপদে ফেসবুক জীবন অতিবাহিত করিতে পারে । সুন্দর এবং সুন্দরী আইডিতে যেন তাহাদের বন্ধু তালিকা পরিপূর্ণ থাকে ।

তাঁরা ফেসবুক খুলিয়াই প্রথমে ফ্রেন্ড রিকুয়েস্টে যে ভুল করিয়াছে তাহা যেন নতুন কোন আইডি খুলিয়া আবারও না করে । এমন কিছু মহৎ দোয়া করার জন্যই মিলাদের আয়োজন । কিন্তু কিঞ্চিৎ আর্থিক দুর্বলতার জন্য স্বাদ থাকিলেও সাধ্য করিয়া উঠিতে পারিতেছিনা । নতুন আগতদের জন্য এই নবীন বরণ এবং মিলাদের টাকাতো তাঁদের কাছে চাওয়া অত্যন্ত লজ্জাজনক ও শরমের ব্যাপার । কলেজ ইউনিভার্সিটিতেও এই রুপ করা হয়না ।

এখানে দায়িত্ব নিয়ে পুরনোকেই এগিয়ে আসতে হবে নবীন কে বরণ করে নিতে । তাই যারা ফেসবুকের পুরনো মানে অনেকদিনের বাসিন্দা তাঁরা অর্থ সাহায্য এবং স্বদিচ্ছা নিয়ে এগিয়ে আসুন । নতুন এবং অদ্ভুত আইডি নিয়ে যারা এই ফেসবুক পৃথিবীতে আসিতেছে তাহাদের বরণ করিয়া নেয়া এখন ফেসবুকের অস্তিত্বের দাবী, এই দাবী সময়ের না হইলেও অসময়ের দাবী । রীতিমত ভয়াবহ দাবী । আমি জানি দাবী থাকতেই পারে ।

তার জন্য আছে নিয়ম,কিছু প্রয়োজনীয়তা, সেই দাবী আদায়ের সুন্দর মাধ্যম, সেটা নিয়ে কথা বলে সমাধান করার সুযোগ থেকে শুরু করে হাজারো সুন্দর পথ । কিন্তু কিছু অশুভ মতের থাবায় সব কিছুই আজ বড় সহিংস হয়ে উঠছে । হিংস্র হয়ে যাচ্ছে সাধাসিধে সব মানুষ । তাই দাবীর মত ন্যায্য শব্দেও আমার মত নিরীহ মানুষ শিউরে উঠে। দাবী শব্দটি লিখতে গিয়ে আমার স্ট্যাটাস চলে এলো অন্য দিকে ।

মন চলে গেলো সুখ ছেড়ে বিষণ্ণ এক দুখের দিকে । তবে সব শেষে আমি চাইনা অন্য কোন আজগুবি বা অযৌক্তিক দাবীর মত এই সাধারন বা মজার দাবী নিয়ে কোন নোংরা খেলা শুরু হোক । চাইনা এই মজার দাবী অন্য কোন পাপী বা পাপের সাথে মিলে যাক । শেষ কটা লাইনে বাস্তবতার আঁচ লেগে গেছে । স্ট্যাটাসটি শুধুই আনন্দদায়ক রাখতে চেয়েও ব্যর্থ হয়েছি ।

এমন অনেক কিছুই হচ্ছে যা হওয়া ঠিক নয় । ঠিক তেমনি আনন্দদায়ক বাতাসে ফোলানো জীবনের বেলুনে না চাইতেও কষ্টের খোঁচা লেগে গেছে । আমি দুঃখিত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।