আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদপত্রের সংক্ষিপ্ত ইতিহাস ...

আমি একজন ........

মানব সভ্যতায় সংবাদপত্রের আবির্ভাব অনেকটা মজার । তা প্রায় পাচ শত বসর আগের ঘটনা । ইউরোপে রেনেসার যুগে ব্যাবসাইরা নিজেদের সার্থে তাদের অঞ্চলের অর্থনৈতিক,আবহাওয়া, যুদ্ধের অবস্থা ইত্যদি জানার জন্য নিউজ লেটার এর মাধ্যমে তথ্য আদান প্রদান করত। ১৪শত সালের শেষের দিকে জার্মানিতে এসব বাধাইহীন পুস্তিকা সাধারন মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রসার লাভ করে, যাতে সমাজের স্পর্সকাতর বিষয় নিয়ে লিখা হতো। এ সময় কে ইতিহাসবিধরা সংবাদপত্রের প্রাথমিক রূপ বলে মনে করেন।

Corantos নামক প্যাম্পলেট কে ইংরেজি ভাষায় লিখা সংবাদপত্রের পূর্বসূরি মনে করা হয়। এরপর ১৬২২ সালে সফলভাবে যে সংবাদপত্রটি প্রকাশিত হয় তার নাম "The Weekly News"। এটা প্রকাশিত হতো বই আকারে। তবে সত্যিকার সংবাদপত্র হিসেবে সর্বপ্রথম যেটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয় তার নাম "The London Gazette", ১৬৬৬ সালে। আমেরিকায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম "Publick Occurrences", যেটা ১৬৯০ সালে বোসটন থেকে প্রকাশিত হয়।

কিন্তু এর কোন অথরিটি না থাকায় প্রকাশককে গ্রেপ্তার করে তার সকল কপি বাজেয়াপ্ত করে নস্ট করা হয়। এর পর পোস্টমাস্টার জন কেম্বেল ১৭০৪ সালে সফলভাবে "The Boston News-Letter" প্রকাশ করেন। কিন্তু এটাও শেষ পর্যন্ত ত্যতকালীন সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের চাপের কারনে ব্যর্থতায় পর্যুবসিত হয়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম "সমাচার দর্পন", যেটি ১৮১৮ সালের ২৩শে মে প্রকাশিত হয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.