আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদপত্রের সংবাদ সংগ্রহ



আমরা প্রতিদিন অনেক খবর পত্রিকায় পড়ি। কিছু পড়ে আনন্দ পাই, আবার অনেক সময় দুঃখিত হই। আবার কিছু সংবাদ পড়ে নিজের জ্ঞানকে করি সমৃদ্ধ। কিন্তু একটি সংবাদ সংগ্রহে একজন সাংবাদিককে কত কষ্ট করতে হয় তা কি আমরা জানি? এ ধরণেরই এক বিরম্বনার কথা জানাতে চাই আজ। এবছরের মার্চ মাসের কথা।

আমি তখন সংবাদসংস্থা এনএনবি'র স্টাফ রিপোর্টার। নির্বাচন কমিশনের রিপোর্ট সংগ্রহ করি। নির্বাচন কমিশনের রিপোর্ট করার জন্য প্রতিদিন প্রায় বিভিন্ন প্রত্রিকা, সংবাদ সংস্থা ও টিভি চ্যানেলের অর্ধশত সংবাদকর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমিশনে অপেক্ষা করত। বর্তমানেও এ অবস্থাই আছে। যদিও আমি এখন আর সেখানে যাই না।

যাই হোক আসল কথায় আসি। একদিন সকাল ১০টার দিকে কমিশনে পৌঁছালাম। এটিএন বাংলার নজরুল ভাই ছহুল স্যারের রুমে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে বেশ কিছুক্ষণ ধরে অনুরোধ করলেন। এটা-সেটা বলার পর অনেক অনুরোধের পরও রাজি হলেন না তিনি। অবশেষে ভরসা সাখাওয়াত স্যার ।

তাকেও প্রায় আধা ঘন্টা ধরে রাজি করানোর প্রচেষ্টা। রাজি হন হন করেও রাজি হচ্ছিলেন না তিনি। বললেন ২ দিন পর কথা বলব। এভাবে করতে করতে প্রায় ৩টা বেজে গেল। সবাই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল।

এরই মাঝে সিইসি স্যার বাইরে যাওয়ার জন্য নিচে নামলে সাংবাদিকরা ঘিরে ধরলেন তাকে। তিনি বলতে চাইলে না কিছু। কিন্তু সংবাদ যে আমাদের চাই ই। অবশেষে বললেন দু একটি কথা। সেটাই প্রচার হলো টিভি ও সংয়বাদ পত্রে।

এভাবে করেই প্রদতদিন সংবাদ সংগ্রহ করতে হয় একজন সাংবাদিকের।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.