আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট পাঠের ক্ষয়িত খসড়া

সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক

কোথাও ঠিকানা নেই, নম্রনীল নিরবেগ জল তবে কিসের সংসার গড়ে তোলে মানুষে মানুষ? একজন বন্ধুর কষ্টপাঠের ক্ষয়িত খসড়া এই সুর এই ছন্দ বেদনার প্রশ্নমালা। একদিন সেই উদ্বিগ্ন আঁধারে যখন জোনাকিরা আলো জ্বালেনা যখন বাতাস উত্তপ্ত বহে পৃথিবীর যাবতীয় সুখগুলো অসহ্য দুঃখ হয়ে যায়, সেই সব অন্ধকার, সেই সব বেদনা বিমিশ্র গোধূলিতে ছাদেও কার্নিশে দাঁড়ালে- বিপন্ন বিস্ময়ে ফিরে আসে রণ নিঃসরণ, তখন কেউ অপোয় বাঁধে তার একাকিত্ব? এখনও কি তুমি রোজ দাঁড়িয়ে থাকে চাঁদের মায়ায়? সেই একদিন, যুগল করতলে বেদনারা চাঁপা পরেছিল একদিন উষ্ণতায় আকাশের কি গভীর চোখ আমাকে ছুঁয়ে দিয়েছিল! সেই হাত আজ আবার ছুতে চাই তোমার সে হাত এখনো কি কোমল? এখনো কি আবেগ এসে আমাকে উস্কে দিতে পারে? কবি কি সত্য লেখে- এই হাত একদিন ছুঁয়েছিল . . . . সত্যের কোন বাড়িঘর নেই তোমার মতো, হে বন্ধুত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.