আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দৃক-এর প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে মামলা



আটকের ৫ ঘন্টা পর মুক্তি দিয়েছে বিএসএফ ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শহীদুল আলমের বিরুদ্ধে মামলা দৃক-এর প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলমকে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটকের পাঁচ ঘন্টা পর মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর কাছে হস্তান্তর করা হয়। অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার অভিযোগে রৌমারি থানায় আজ তার বিরুদ্ধে মামলা করেছে বিডিআর। তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে। কুড়িগ্রাম থেকে দেশ টিভির রিপোর্টার জানিয়েছেন, আদালতে হাজির করার জন্য রৌমারি থেকে পুলিশ তাকে নিয়ে রওনা করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুড়িগ্রামের রৌমারিতে ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের কাছে চর নতুন বন্দর এলাকায় অবৈধভাবে ছবি তোলার অভিযোগে শহিদুল ও তার দুই সঙ্গীকে বিএসএফ আটক করে। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, শহীদুলের অন্য দুই সঙ্গী বিএসএফ-এর দৃষ্টি এড়িয়ে সরে আসতে সক্ষম হন। আটকের পর বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম দেশ টিভিকে জানিয়েছিলেন, শহীদুল আলমকে ছাড়িয়ে আনতে স্থানীয় বিডিআর কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাতের মধ্যেই তার মুক্তির ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন। শহিদুল আলম দীর্ঘদিন ধরে ‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এর হয়ে ব্রহ্মপুত্র নদের উপর কাজ করছেন৷ এজন্য তিনি তিব্বত, চীন, ভারতসহ বেশ কিছু দেশে কাজ করেছেন৷ তিনি মঙ্গলবার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কাজ শুরু করেন৷ এর কিছু সময় পর বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়।

এরপর তিনি ভারতের রাহারপুর ক্যাম্প থেকে ফোন করে তাঁর আটক থাকার কথা জানান। Source: Desh TV

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.