আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপস প্রতিযোগিতা প্রতিভা বিকাশের ক্ষেত্র

প্রযুক্তি এগিয়ে যাবেই, কারণ প্রযুক্তির পেছনে কাজ করছে মানুষের মেধা। মোবাইল ফোনের অ্যাপলিকেশনস বা অ্যাপসের পরিধি, বিস্তৃতি দিনে দিনে আরও বেড়ে যাবে। ফলে মেধা বিকাশের ক্ষেত্রও বড় হবে। শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সাহস জোগাতে কথাগুলো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আশা করব, এবার তোমরা প্রথম স্থান অর্জন করে নিজেদের প্রতিভাকে তুলে ধরবে।


ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর বিশ্ববিদ্যালয় কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন আহম্মেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, এথিক্স অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মবিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দীন আহম্মেদ, চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপমহাব্যবস্থাপক শহীদুল আলমসহ আরও অনেকে।
আনিসুল হক বলেন, ‘তথ্যপ্রযুক্তির এ যুগে সব ধরনের তথ্যসুবিধা এখন মানুষের হাতের মুঠোয়। জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা জয়লাভ করব। ’
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে প্রচুর উৎকণ্ঠা।

ধারণাপত্র জমা দেওয়ার আগে খুঁটিয়ে দেখছেন এটির কার্যকারিতা ও মান। সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাঁরা তৈরি করতে চান মাল্টিপ্লাটফর্মের অ্যাপস।
সেমিনার শেষে গতবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা সাকিবুল আলম ও রাকিবুল আলম তাঁদের অভিজ্ঞতা, প্রাপ্তি, প্রত্যাশা ও অধ্যবসায়ের কথা বলেন।
এ প্রতিযোগিতার স্ট্যাটেজিক পার্টনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, এক্সক্লুসিভ টেলিযোগাযোগ পার্টনার রবি, পৃষ্ঠপোষক রূপালী ব্যাংক, মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও পার্টনার এবিসি রেডিও। —মো. রাফাত জামিল।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.