আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপস কর্নার - জেডডিবক্স

জেডডিবক্স আসলে একের মধ্যে অনেক (অল-ইন-ওয়ান) ধরনের একটি অ্যাপ্লিকেশন। ব্যাটারির চার্জ বাঁচানোর পাশাপাশি জেডডিবক্স দিয়ে সহজে জানা যাবে কয়টি অ্যাপ চালু আছে, কতটুকু ইন্টারনেট ব্যবহূত হয়েছে ইত্যাদি। এ ছাড়া অ্যাপস লক করা, দ্রুত অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলা, ক্যাশ মেমোরি পরিষ্কারের কাজটাও করা যাবে অ্যাপসটি দিয়ে মুঠোফোন কত ভাগ চার্জ রয়েছে তা দেখা যাবে। এতে সহজেই জানা সম্ভব এ মুহূর্তে কতটুকু চার্জ আছে। এক ক্লিকে ব্যাটারির চার্জ রক্ষা করা, মাসিক কিংবা দৈনিক কী পরিমাণ ইন্টারনেট খরচ হচ্ছে, তা-ও জানা যাবে সহজে। সব ধরনের অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যায় জেডডিবক্স অ্যাপটি। ব্যাটারির পূর্ণাঙ্গ তথ্য, মোবাইল আর মেমোরি কার্ডে কতটুকু জায়গা ফাঁকা আছে, মেমোরি কার্ডে কতগুলো আর মুঠোফোনে কতগুলো অ্যাপস আছে, এসব তথ্য নিমেষেই জানা যাবে অ্যাপসটির মাধ্যমে। অ্যাপসটি পাওয়া যাবে বিনা মূল্যে। আকার ৩.২ মেগাবাইট (অ্যান্ড্রয়েড ও ব্ল্যাকবেরি), ২.৯ মেগাবাইট (আইওএস)। বর্তমান সংস্করণ: ৩.৯.২৪৯ নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড: http://goo.gl/nQ2Oi আইওএস: http://goo.gl/INVdy ব্ল্যাকবেরি: http://goo.gl/TQhir নির্মাতা প্রতিষ্ঠান: জেডডি ওয়ার্কস কোম্পানি লিমিটেড তথ্য প্রযুক্তির সকল খবর এখন একসাথে দেখুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.