আমাদের কথা খুঁজে নিন

   

সব সরকারী ওয়েব পোর্টালগুলোকে সম্পূর্ণ বাংলায় করার দাবী



বর্তমান সরকার ‘ডিজিটালবাংলাদেশ’র স্লোগান নিয়ে আসলেও এবারের বাজেটে তা পরিলক্ষিত হয়নি বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গোলটেবিল বৈঠকে আলোচকরা। আলোচকরা বলেন, ডিজিটাল বাংলা’র ঘোষনা দিলেও এবারের বাজেটে বাংলা ভাষার উন্নয়নে কোন বরাদ্দ হয়নি। তাই আমরা দাবী জানাচ্ছি সরকারের সব ওয়েব পোর্টালকে সম্পূর্ণ বাংলায় করা হোক। কারন, দেশের গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছালেও যেহেতু গ্রামাঞ্চলের লোকজন ইংরেজীতে দক্ষ নয় সেহেতু সরকারী ওয়েব পোর্টালগুলো ইংরেজি থাকলে গ্রামাঞ্চলের লোকজন তাতে (ইন্টারনেট ব্যবহারে) আগ্রহী হবে না। সোমবার সকালে বাংলাদেশ আইসিটি জার্নালিষ্ট ফোরাম (বিআইজেএফ)’র আয়োজনে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)তে ‘বাজেটে তথ্য প্রযুক্তি-প্রতিক্রিয়া’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব দাবী জানান।

তারা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে, সম্পূর্ণভাবে ইন্টারনেটের ভ্যাট প্রত্যাহার করতে হবে। তা বাণিজ্যসহ যে কারণেই ব্যবহার করা হোক না কেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেয়া উচিত। এছাড়া কম্পিউটার কেনার জন্য সর্বোচ্চ ৫% সুদে ঋণ প্রদানের দাবীও জানান আলোচকেরা। তারা বলেন একটা গাড়ী কেনার জন্য ২০লক্ষ্য টাকার ঋণ ব্যাংকে চাইলে তা দেয়া হয়, কিন্তু একজন স্বল্প আয়ের মানুষ কম্পিউটার কেনার জন্য ২০ হাজার টাকার ঋণ চেয়ে কোথায় যাবে? সে ব্যবস্থা সরকারকে করতে হবে।

এ জন্য বাংলাদেশ ব্যাংক ২শ’ কোটি টাকার একটি তহবিল দিবে এবং ব্যাংকগুলো সেখান থেকে সর্বোচ্ছ ৫% মুনাফায় কম্পিউটারের জন্য ঋণ দিবে-এ পরামর্শ দেন আলোচকেরা। মোবাইলের উপর ভ্যাট আরোপ সম্পর্কে আলোচকেরা বলেন, ৫০ডলার পর্যন্ত দামের মোবাইলগুলো’র উপর কর থাকা উচিত না। এবং মোবাইল সীমের সম্পর্কেও বলেন, সীমের উপর কোন প্রকার কর থাকা উচিত না। তারা জানান, এমনিতেই সরকার পরোক্ষভাবে ১৫% ভ্যাট পাচ্ছেন মোবাইল অপারেটরদের কাছ থেকে। কিন্তু যদি সরকার সীমের উপর ভ্যাট দেন এবং সে কারনে বাণিজ্য কমে যায় তাহলে সরকার সেই ১৫% রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।

বিআইজেএফ’র সভাপতি মোঃ কাওছার উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন, বিসিএস সভাপতি মুস্তফা জব্বার, কম্পিউটার সোর্স এর অর্থ বিভাগের পরিচালক শামছুল হুদা, ইনডেক্স আইটি লিমিটেড’র পরিচালক আজিজ রহমান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)’র সভাপতি আকতারুজ্জামান মঞ্জু, বিসিএস কম্পিউটার সিটি’র সভাপতি মজিবুর রহমান স্বপন, সাধারন সম্পাদক এ এস এম আবদুল মুকতাদির, নকিয়া’র হেড অব মার্কেটিং নওফেল আনোয়ার, সনি এরিকসনের জিএম মাহমুদ বিন আলম, বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক (বিটিএন)’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. সৈয়দ আকতার হোসাইন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় পরিচয়পত্রসহ তথ্যপ্রযুক্তি ভিত্তিক দেশের যেকোনো কাজ করার জন্য সেনাবাহিনী বা কোন আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজন নেয় বলে জানান। তারা বলেন, এ কাজ দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই করবে। এতে সেনাবাহিনী সম্পূর্ণ দূরে থাকবে, তাদেরকে তাদের কাজের জন্য তৈরী করা হয়েছে। উদাহরন দিয়ে আলোচকেরা বলেন, বিডিআর এর কাজ সীমান্ত রক্ষা করা, কিন্তু তাদের যদি ডাল, চাল বিক্রীর জন্য দেয়া হয় তাহলে তো এ রকম বিদ্রোহ হবেই।

-মোঃ মোস্তাফিজুর রহমান, ১৫ জুন ২০০৯।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.