আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের মাঝে খুঁজেছি...

আমি ভালবাসি গান আর খেলা

আমি কোরআন পড়িনি, পুরান ধরিনি হাতে সত্যের বর্ম নাবিকের মত শুধু তল্লাশি আজও মানুষ নামের মর্ম চেয়েছি খ্যাতি, পেয়েছি যশ, পুষ্পমাল্যের অর্ঘ সত্যের মাঝে খুঁজেছি তাই জান্নাতরুপী স্বর্গ। পৃথিবীর কন্টক পথ পারি দিতে গিয়ে মিলিলাম কতক সত্ত্বা মানুষ রুপী মানুষ এরা আসলে খারাপ আত্ত্বা। মায়ের কোলে অবুঝ শিশু, কাঁদে ক্ষুদার জ্বালায় নিরীহ মানুষ মরছে কেন গভীর রজনী বেলায়। নিরীহ শিশু ছুটিয়া চলিছে, পাশে লাশের স্তুপ কি করিয়া হয় সে নিরাপদ, নগরী যে তার মরণ-কুপ। মানুষে মানুষে দন্ধে তাই ব্যথা যখন হিয়ায় বিবেদ দেখে অবাক হই সুন্নী আর শিয়ায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।