আমাদের কথা খুঁজে নিন

   

একজন বঙ্গবন্ধু, একজন জিয়া, একজনকে শাহাদাতের মর্যাদা আরেকজনের মৃত্যুটা স্রেফ দেশ বাঁচানোর চেষ্টা !!??!! দেশকে ভালোবাসার কি নির্মম প্রতিদান

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সাবেক প্রেসিডেন্ট ও মুক্তিযুদ্ধের বীর উত্তম জিয়াউর রহমান... বাংলাদেশের ইতিহাসের দুটো মূল্যবান অধ্যায় এই দুজনকে ঘিরে আবর্তিত। এমনকি বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্র ক্ষমতা, সেটাও স্রেফ এই দুজন কে কেন্দ্র করে গড়ে তোলা দুটি পরিবারের দুটি দলের মধ্যেই ঘুরপাক খায়। মিডিয়া, পত্রিকা থেকে ব্লগ সবখানেই এই দুজনকে নিয়ে কত আলোচনা... আওয়ামি লীগ ক্ষমতায় থাকলে মুজিবের গুনকীর্তন আর বিএনপি ক্ষমতায় থাকলে জিয়ার গুনকীর্তন... এই পোষ্টের মূল উদ্দেশ্য গুনকীর্তন নয়। গতকাল ছিলো জিয়ার মৃত্যুবার্ষিকী। ব্লগে বিভিন্নজন বিভিন্ন পোষ্ট দিয়েছেন। আজ সকালে ব্লগার মিতামারিয়া একটা পোষ্ট দিলেন তাতে শামীম ভাই এর পোষ্ট এর কমেন্টের জবাবে আরেকটা পোষ্ট দিলেন... পোষ্ট দুটি এইখানে.. Click This Link Click This Link মানুষ ইতিহাস কিভাবে জানে? প্রথমে মা-বাবার থেকে... তারপর চারপাশের পরিবেশ থেকে... আরেকটু বড় হলে স্কুল কলেজের বইপত্তর আর আশপাশের নানা বইপত্তর থেকে... বইপত্তর তো একেক জায়গায় একেক রকম... তাই ছোট বেলায় আপনার গড়ে উঠার সময়টা অনেক গুরুত্বপুর্ণ, কারণ সেই সময় আপনার দৃষ্টিভন্গির বিকাশ ঘটে আর সেটাই ঠিক করে দেয় আপনি কোন বইপত্তর কে গ্রহন করবেন আর কোনটা কে বর্জন করবেন.. কোনটা সঠিক ইতিহাস আর কোনটা বিকৃতি এটা চেনার চোখ করে দেয় কিন্তু আপনার ছোট বেলায় পরিবার আর পরিবেশ... উপরের পোষ্ট দুটো পড়ে অনেক কষ্ট লাগলো... কি অদ্ভুত... কি বিকৃতি... একজন কর্নেল তাহের নাকি কম্যুনিষ্ট আর হাজার হাজার মানুষের মৃত্যু ঠেকাতে নাকি তাকে ফাঁসি দেওয়া জায়েজ ছিলো... হায়রে কপাল, এরকম একজন সাহসী মানুষকে যখন আমাদের খুব দরকার ছিলো তখনই স্রেফ ক্ষমতাসীনের নিজের পায়ের তলায় মাটি ঠিক রাখতে কোনো বিচার ছাড়াই কি প্রহসনের মাধ্যমে লোকটাকে মারা হলো... আজ এত বছর পরেও এসে বলা হয় এটা নাকি উচিত ছিলো... কি আর বলবো তাজউদ্দিনকে নিয়ে বলা হলো ৭১ এ নাকি উনি ভারতে বসে মদের আসর বসিয়েছেন... আফসোস সামনের দিনগুলোতে হয়তো মানুষ বলবে বাংলাদেশ এমনি এমনিই স্বাধীন হয়েছিলো আর ৭১ পরবর্তী সময়গুলোতে এমনি এমনিই ধ্বংসপ্রায় দেশ টি মাথা তুলে দাঁড়িয়েছিলো... সবচেয়ে খারাপ লাগে যখন মানুষটি বলে শেখ মুজিব হত্যা কোন মতেই খুন নয়, এটা দেশের স্বার্থে করা একটা দেশপ্রেম মূলক কাজ। জঘন্যতম এই ধারণা লেখন শুধু নিজের মাঝে ধারনই করে নাই একাধিক পোষ্ট লিখে সবাইকে জানান দিয়ে বেড়াচ্ছেন... আফসোস সেনা ক্যু তে মারা যাওয়া জিয়া আর মুজিবের একজনকে শাহাদাতের মর্যাদা দেয় মানুষ আর আর আরেকজনের হত্যাকে খুন বলতেও নারাজ... পাকিস্তান থেকে বাংলাদেশ কে আলাদা করে স্বাধীনতা আনবার কি নির্মম প্রতিদান.... দেশকে আর দেশের মানুষকে ভালোবেসে কঠোর হতে না পারা আর ধ্বংস হওয়া থেকে দেশকে বাঁচানোর চেষ্টায় রত বঙ্গবন্ধু আর চার নেতার কষ্ট আর সদিচ্ছার কি মূল্যবান প্রতিদান আমরা দিয়েছি বুলেটের ভাষায়, আজকে মিতামারিয়ার কী-বোর্ডের ভাষায়.... শেষে একটা কথা বলি... লেখক এক জায়গায় মতিন স্যার কে কোট করেছেন... পারিবারিক সম্পর্কের জন্যই হোক আর একাডেমিক সম্পর্কের জন্যই হোক এর পর যখনই যখন উনার সাথে দেখা হবে তখন উনাকে অবশ্যই বলবো ফান করে হোক আর সিরিয়াসলি হোক এসব গল্প ক্লাসে বলা বন্ধ করেন... এই যে দেখেন শয়ে শয়ে ছেলেমেয়েদের অন্তত একজন তো বিকৃতিটাকেই সত্য করে নিলো... এই একজন ছাত্র মানে ভবিষ্যতের একটা পরিবার, আরও ভবিষ্যতের হাজারটা পরিবার... আমরা বাঙ্গালীরা কৃতজ্ঞতা প্রকাশে কতটা কৃপণ... ইতিহাস বিকৃতি আমাদের মাঝে কতটা ব্যাপক... লজ্জায় মাথা হেট হয়ে যায় একজনকে উপরে তোলার জন্য উপর থেকে একজনকে টেনে নামানোর এই নির্লজ্জ প্রচেষ্টায়.... এই পোষ্ট দুটো নিয়ে শামীম ভাই এর একটি পোষ্ট... একজন জিয়া সম্পর্কে জানার চেষ্টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.