আমাদের কথা খুঁজে নিন

   

একজন ছাত্রের জবানবন্দী (পত্র-১১)

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

জানেন আমি কখনো ভালো ছাত্র ছিলাম না। কারন আমি কখনো আমার রোল নাম্বার দশের মধ্যে আনতে পারিনি। আর একটি ক্লাশে ভালো ছাত্র বলতে আমরা ঐ প্রথম দশ জনকেই বুঝি তাই না।

আর আমি ভালো ছাত্র না হওয়ার অন্যতম কারন হলো আমি কখনো ঐ ভাবে আমার স্কুল শিক্ষকের নিকট প্রাইভেট পড়িনি। আর আমি সবসময় আমার বন্ধুদের বলতাম, " আমার চেহারা সুন্দর না"। না না আপনি ভাববেন না যে আমি আমার চেহারার বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি। কারন আমি জানি মহান আল্লাহ্‌ তার দৃষ্টিতে আমাকে যেভাবে দেখটে ভালোবেসেছেন সেভাবেই তৈরি করেছেন নিজ কুদরতে। আসলে আমি সব সময় বুঝাতে চাইতাম যে, আমি প্রাইভেট না পড়াতে শিক্ষকদের নিকট ততটা পরিচিত ছিলাম না।

ফলে বরাবরই পরীক্ষা ভালো দিলেও খুব একটা লাভ হতো না। কারন আমাদের শিক্ষকগন নাম্বার দিতেন খাতার উপরের নাম দেখে মানে চেহারা দেখে। অর্থাৎ প্রাইভেট পড়েছে কিনা তার উপর নির্ভর করে। তবে আমি রোল নাম্বার দশের মধ্যে আনতে না পারাতে মনে খুব একটা দুঃখ ছিলো না, কারন আমি জানি প্রাইভেট পড়লে হয়তো আমিও অনেক ভালো ছাত্র হতাম ঐ সাজেশনের গুনে। তবে এ ক্ষেত্রে আমি কৃতজ্ঞ আমার বাবার নিকট।

কারন তিনি সব সময় বলতেন, "স্কুলে শিক্ষকগন হয়তো প্রাইভেটে সাজেশন দিচ্ছে, কিন্তু যখন বোর্ড পরীক্ষা হবে তখন তাদের ঐ সাজেশন কাজে লাগবেনা আর ইচ্ছে মতো বেশি নাম্বার ও দিতে পারবে না। আর বিশ্বাস করুন আমার জীবনে আমার বাবার কথাটি বাস্তবায়িত হয়েছে। কারন বোর্ড পরীক্ষায় দু'একজন ছাত্র ছাড়া কেউই আমার চাইতে ভালো রেজাল্ট করতে পারেনি। অর্থাৎ তারা ভালো রেজাল্ট না করার কারন হলো প্রাইভেটে সাজেশন। কিন্তু লক্ষ্য করুন আমাদের শিক্ষকগন যদি ক্লাসে যথাযথ ভাবে পাঠদান, পরীক্ষার খাতার যথাযথ মূল্যায়ন এবং প্রাইভেটে সাজেশন দেওয়া বন্ধ করতেন তবে সকলেই হয়তো ভালো একটা রেজাল্ট করতো।

চলবে... ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.