আমাদের কথা খুঁজে নিন

   

উকিলের বদান্যতা --

LOVE / DEVOTION / FEELINGS / EMOTION
সুন্দর এক বিকেলে, একজন ধনবান উকিল তার লিমোজিনে করে বাসায় ফিরতাছিলেন। চমৎকার দৃশ্যের মাঝে হঠাৎ দেখলেন- রাস্তার ধারে দুই লোক বসে ঘাস চাবাইতাছে। ইডা দিখা বেচারা উকিলের মন উথলায়া উঠলো, সাথে সাথে ড্রাইভার কে বললেন "আহাহাহা...গাড়ি থামাও, গাড়ি থামাও মিয়া" !!! নেমে এসে এক জনকে জিজ্ঞাসিলেন "বাপু, তোমরা ঘাস খাইতেছো ?" হতভাগা উত্তর কহিলো "আমরা অতিশয় দরিদ্র, অর্থাভাবে খাদ্য ক্রয়ে অপারগ" "ওঠো মিয়া- আমার গাড়িতে ওঠো, আমার সাথে চল" ---- হুজুর মাই বাপ- সাথে আমার বউ আর দুই বাচ্চাও আছে- ওদের কি হবে? "আরে ওদেরকে নিয়েই চলো" অন্যজনের দিকে অনুকম্পার দৃষ্টিতে তাকায়া উকিল মহাশয় কৈলেন, "তুমিও লও আমগো লগে" উত্তর আসিলো- "হুজুর মাই বাপ- সাথে বউ আর দেড় হালি বাচ্চা আছে, ওদেরকে কেম্নে ফালাই যাই ?" "লইয়া লও - লইয়া লও"-- সব যাতাযাতি কৈরা লিমোতে উঠে উকিলের বাসায় যাইতে লাগলো। পথিমধ্যে, এক হতভাগা আবেগে বলে উঠলো-- "হুজুর অতিশয় মহানুভব, অতীব দয়ালু- আপনার মতো ফিরিস্তাও হয় না...." উত্তরে চরম দয়ালু উকিলসাব কৈলেন "কুনো সমস্যা নাই, কুনো সমস্যা নাই--- আমার বাড়ির লনের ঘাস গুলান ফুট খানেক লম্বা আছে ... নিশ্চিন্তে থাকো বাপু, কুনো সমস্যা হপে না" নেটে কুড়িয়ে পাওয়া...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.