আমাদের কথা খুঁজে নিন

   

শুক্র বৃহস্পতির সংযোগ (Conjunction)

গত কাল এবং আজ এই দুটি গ্রহ সংযোগ Conjunction (সূর্য প্রদক্ষিনকালে যখন কোন গ্রহ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় অবস্হান করে তখন বলা হয় গ্রহটি সংযোগ স্হানে অবস্হান করছে ) শুক্র বৃহস্পতির একটু নীচে অবস্হান করছে।এখান থেকে গ্রহ দুটি আস্তে আস্তে দূরে সরে যাবে,এবং 13ই মার্চ এদের মধ্যে দুরত্ব হবে মাএ 3 ডিগ্রী এবং এই অবস্হায় গ্রহ দুটি 2 ঘন্টা অবস্হান করবে।জ্যোতির্বিদের কাছে এই গ্রহ দুটির সংযোগ খুব আর্কষনের।প্রতি 13 মাস পরে গ্রহ দুটি এই অবস্হানে আসে এবারের এই সংযোগ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো ভাবে দেখা যাচ্ছে।আজকে যারা দেখতে পারেননি তারা আগামীকাল দেখে নিবেন।যদি ছবি তুলতে চান তবে যাদের কাছে ডিজিটাল এস এল আর ক্যামেরা আছে তারা ISO 3200 and a 300 mm lens at f5.6. এবং Canon EOS 400d + Canon EF 18-55mm@38mm, 4s, ISO800,Canon 5d Mark II, 24-105mm 15sec, F/5,6, ISO 3200, দিয়ে খুব ভাল ছবি তুলতে পারবেন। (আর যারা ফটোগ্রাফার তারা তো আরো ভাল জানবে কিভাবে এই ছবি তুলবে)। তবে অবশ্যই ট্রিপড ব্যাবহার করে ছবি তুলবেন ট্রিপড ব্যাবহার করে তোলা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.