আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞ..... কবিগুরু স্মরণে..........



খুকি তোমার কিচ্ছু বোঝেনা মা, খুকি তোমার ভারি ছেলেমানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া - খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে--- মুঠো ক'রে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশুশিক্ষা খুলে যদি বলি "খুকি, পড়া করো" দু হাত দিয়ে পাতা ছিড়তে বসে--- তোমার খুকির পড়া কেমনতরো। আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়িগুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এল জুজুবুড়ি।

আমি যদি রাগ ক'রে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করে ও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি "আসছে বাবা" তাড়াতাড়ি চার দিকেতে চায় তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি "আমি গুরু মশাই", ও আমাকে চেচিয়ে ডাকে "দাদা"। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে ও বলে যে মা গানুশ। তোমার খুকি কিচ্ছু বুঝে না মা, তোমার খুকি ভারি ছেলেমানুষ।

। (১৩১০, ১৮ই শ্রাবণ)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.