আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশ পূর্ব কথা



আমি ব্লগে আসবো আসবো বলে আসা হচ্ছিল না এতোদিন। আজই হঠাৎ চলে এলাম। তবে এই আসার পেছনে কিছু কারণ আছে। যাই হোক, আমি শুধু মাত্র একটি ব্যাপারে আপাতত লিখবো, যার জন্য আমার নিকটিই তেমনি রেখেছি। বাংলাদেশে চিকিৎসা সচেতনতার হার অনেক কম।

তার উপর নারী স্বাস্থ্য সচেতনতার হার সবচেয়ে নিম্মে। আর তার চেয়ে ভয়াবহ দিক হচ্ছে, নারীরা যেসব "যৌন রোগ" সমস্যায় ভুগের তার অনেকটাই তারা প্রকাশ করতে লজ্জা পান। যার ফলে অকালে প্রাণ হারায় বেশ কিছু নারী। বর্তমানে এই সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা উদ্যোগি হয়েছে । আর তা হচ্ছে জরায়ু ক্যান্সারের ব্যাপারে।

তার সাথে আরেকটি ব্যাপার যুক্ত, তা হচ্ছে "ফিস্টুলা"। আপনারা সবাই বাহিরে বের হলেই দেখবেন, হাতুরে ডাক্তারদের ঝোলানো ব্যানার-ফেস্টুনে "ফিস্টুলা" চিকিৎসা করানোর "চমক" দেয়া সব বিজ্ঞাপন। কিন্তু, আপনি কী জানেন, যারা এটা করে থাকে, তারা আদো ফিস্টুলা সম্পর্কে তেমন কিছুই জানে না!!! সম্প্রতি কিছু ঘটনা আমাকে বেশ আলোড়িত করেছে, আর যার ফলে আমি উদ্যোগি হয়েছি এটা নিয়ে কিছু লেখা। আমি তেমন বিশেষজ্ঞ ধরনের কেউ নই। তবুও সচেতনতা বৃদ্ধির জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.