আমাদের কথা খুঁজে নিন

   

আমার সারাটা দিন মেঘলা আকাশ...বৃষ্টি তোমাকে দিলাম!

এখন অন্তর্জালে বাংলা লেখা ।দুর্দান্ত!
মেঘ নেমে এলো তার জানালার কাছে হাওয়া ডেকে নিল তার আলগোছে মন কি জানি তোমার মনে আছে কি না আছে... মুখে যে বলেনি কিছু, আমি সেই জন! অনেকদিন পর বৃষ্টির পানিতে গা ভেজালাম! পা ভেজালাম।ওহঃ বৃষ্টি! সে কী আশ্চর্য বৃষ্টি!...আর শুনলাম টিনের চালে শিলা পড়ার টাশ টাশ শব্দ! মুষল ধারে অবিরাম রিম ঝিম রিম ঝিম ... ... ভেজা সিমেন্টের দেয়াল থেকে আসা একটা স্যাতস্যাতে ঘ্রান ... কিযে ভালো লাগে... তারপর মাটির ঘ্রান ও পেলাম ... সবুজ পাতার আরো সবুজ হয়ে ওঠার গল্প রাত্তিরেতে আর নাইবা করি। বৃষ্টি ভালো লাগে আমার, বৃষ্টি ভালো লাগে...... ! আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম! শুধু শ্রাবন-সন্ধ্যা টুকু তোমার কাছে চেয়ে নিলাম! আমার সারাটা দিন মেঘলা আকাশ...... হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি! তাকে কাছে ডেকে মনের আংগিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। তোমাকে হাতেই হোক রাত্রি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে চাইনা হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইনা ... ... না ... বৃষ্টি চাই বার বার ফিরে পেতে ...শুভ্রতা আনবে যেই বৃষ্টি... সব কিছু ধুয়ে নিয়ে যাবে ... নাগরিক জীবন বড় ক্লান্তিময় এখন। আর রাস্ট্রীয় জীবন বড় ক্রান্তিময়। তাই বৃষ্টি চাই বার বার ফিরে পেতে ...শুভ্রতা আনবে যেই বৃষ্টি. গানঃ রুপঙ্কর , শ্রীকান্ত ছবিঃ আদনান
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.