আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণতা

তাহমিদুর রহমান

গতিশীল ও ব্যালোল জীবনের স্বপ্ন গেছি ভুলে মনবেদনায় লাগাতার মানসিক কষ্টের আবির্ভাবে আত্নবিশ্বাস পৌঁছে গেছে শূণ্যের কোটায় হতাশায় পায়ে পায়ে মৃত্যুদিবস পালিত হয় প্রতিদিন ডুব দেই প্রতিদিন কতো আজানা ভয়াল কন্দরে নীরস ও ধূসর এই জীবনের সাথে পাল্লা দিয়ে সৃষ্টিশীল সম্ভবনা সব থমকে গেছে বলে মনে হয় আলিঙ্গিত তীব্র স্নায়ুচাপ ও সর্পিল নিস্তব্ধ পথে কালাশুদ্ধিকে টের পাওয়া যায় বর্তমানে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ভর্তি নিঃশ্বাসে সুন্দরকে সুন্দর করে দেখার যোগ্যতা হারিয়ে ওহ্ বিষণ্ণতা, তোমার কোলে লুটিয়ে পড়েছি কুট্টিত বুকে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।