আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন বিষণ্ণতা

কৃষ্ণশুভ্রারা বেঁচে থাকুক দূরে সুদূর স্বপ্নসীমান্তে

অর্থহীন বিষণ্ণতা ঘিরে ধরে আমাকে তার ধূসর আবরণে, অথবা শুধু ঘিরে ধরে না, গ্রাস করতে চায় আমার সত্তাকে। আমি তাকে ধরতে পারি না , সে আমাকে ছুয়ে যায়, আমার বোধ গুলোকে শুধুই এলোমেলো করে দেয়। অদ্ভুত সে আমাকে আচ্ছন করে ফেলে কোন অজানা মোহে, আধারের বুকে নিঃসঙ্গ আমার পাশে জেগে রয় পাহারায়। বিঃধস্ত পরাজিত জীবন সৈনিকের হাল ছেড়ে দেয়া হতাশা নয়, মায়াবী সন্ধ্যায় প্রেম প্রত্যাখ্যাত কোন যুবকের দীর্ঘশ্বাসে নয়, তীব্র রোদে ক্লান্ত নিরুপায় কোন বৃদ্ধের রিকশা টানার বেদনা নয়, খদ্দের বিদেয় করা অসহায় কোন পতিতার পরাজিত অশ্রুতে নয়, অর্থহীন স্বমেহন শেষে অবসাদ গ্রস্ত কোন কিশোরের গ্লানিতে নয়- তার বসবাস শুধুই আমার মত দুঃখ বিলাসীর অবসন্ন চিত্তে, কঠিন বিষণ্ণ সময়গুলোতে সে আসে তার তীব্র মূর্তি নিয়ে। আমাকে সে জড়িয়ে ফেলতে চায় তার তীব্র আবরণে আর আমি- শুধুই তলিয়ে যেতে চাই সহজ শিকার হয়ে। আর সে আমার মাঝেকার অজানা দুঃখকে জাগিয়ে তুলে কোন এক জোছনা রাতে অনিঃশেষ জোছনায় নিঃশোষিত করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।