আমাদের কথা খুঁজে নিন

   

আস্তিকদের প্রতি.............. এবং iqramrt( ব্লগার দূরের পাখি) এর প্রতি.......



কিছুক্ষন আগে একজন কোরআনের আয়াত এর প্যারোডি করে পোস্ট দিয়েছিলেন.......... সেটা এখন সরিয়ে ফেলা হয়েছে.......... তার পোস্ট দেয়ার কারণ হিসেবে তিনি বলেছেন আস্তিকরা তাকে চ্যালেঞ্জ করেছিল........ আমি নিজে একজন আস্তিক কিন্তু তাও আস্তিকদের কিছু কথা না বলে পারছিনা.......... কারণ আমার বিশ্বাস আমার কাছে এবং কারো কথা, প্রমানেই তা কোনভাবেই পাল্টাবে না....... কিন্তু আজ যা হল তার প্রেক্ষিতে, আস্তিকদের প্রতি: কোরআনে কি আল্লাহ বলেন নাই পারলে কোরআনের সমতুল্য "১"টা আয়াত হলেও লিখে দেখাতে......সেই আয়াত নাজিল হওয়ার পর থেকে লিখার চেষ্টা করে এখন পর্যন্ত কেউ পারেনি....... এবং ১৪০০ বছর পর আজ পোস্টের লেখক চেষ্টা করেছেন লিখার....... সুতরাং পোস্টের বিরুদ্ধে না যেয়ে কেন তিনি ভুল, কিভাবে ভুল এগুলো বলা উচিত ছিল........... শুধু শুধু ধিক্কার দেয়া, পোস্ট রিপোর্ট করা যুদ্ধ ময়দান থেকে পলায়নপ্রবৃত্তি প্রকাশ করে........ চ্যালেঞ্জ দেয়ার সময় বড় বড় মুখ করে চ্যালেঞ্জ দিবেন আবার সেটা গ্রহণ করলে ভুল প্রমাণ না করে পিছুটান দিবেন, মুরতাদ বলবেন, পড়াশুনা করতে বলবেন, আল্লাহ জ্ঞান দিক এসব বলবেন কিন্তু কেন তিনি ভুল এটাই বলবেন না এটা মেনে নিতে পারলাম না.......... প্রথম আলো ব্লগের ব্লগার মত আচরণ কাম্য নয়..... iqramrtn এর প্রতি: আমি আস্তিক........ আপনি এরকম হাজারটা আয়াত বানালেও আমার বিশ্বাসের কিছুই পরিবর্তন হবেনা........ আপনার লিখাটা ফানি পোস্ট হিসেবেই নিয়েছি.......... তবে আপনার লিখা অনেককেই আঘাত করলেও আমি আপনাকে সমর্থন দিব কারণ আপনি বলেছেন আপনি এটা ইচ্ছা করেই করেছেন যেহেতু আপনাকে চ্যালেঞ্জ করা হয়েছে........ এবং ধরে নিচ্ছি আপনি শখ করে কাউকে আঘাত করার মত নিচু মানসিকতার নন কিন্তু তাই বলে আপনাকে কেউ চ্যালেঞ্জ দিলে ছেড়ে দেয়ারও মানসিকতা আপনার নাই................... তাই কোন পোস্টে এবং কত নাম্বার কমেন্টে, কার দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে পোস্টটা লিখলেন সেটাও উল্লেখ করুন আলাদা একটা পোস্টে..... এতে স্বচ্ছতা আসবে...........( নয়তো ধরে নিব আপনার উদ্দেশ্য ছিল "ইচ্ছাকরে ভেজাল লাগানো "............... এবং একজন সাধারণ ব্লগার হিসেবে এরকম মানসিকতাকে ধিক্কার )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.