আমাদের কথা খুঁজে নিন

   

রক্ত দেন গো রক্ত, রক্ত চাই গো, লাল রক্ত, সাদা মনের রক্ত--



আমাদের শরীরের যে জিনিস সহজে সম্পুর্ন নিরাপদভাবে দান করা যায় তা হলো রক্ত। প্রতিদিন ঢাকার বিভিন্ন হাসপাতালে,ক্লিনিকে মূমুর্ষ্য রুগীদের যে পরিমান রক্ত দরকার সে পরিমান রক্ত পাওয়া যায় না। তখন উপায় না দেখে পেশাদার রক্ত বিক্রেতার কাছ থেকে বিষাক্ত রক্ত কিনতে হচ্ছে,পরবর্তিতে রুগী বিভিন্ন জটিলতায় ভুগছেন বা আরও জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এই সব মূমুর্ষ্য রুগীদের জীবন বাঁছানোর জন্য দরকার রক্তদাতা। আপনার ১ ইউনিট রক্ত এই সব মূমুর্ষ্য রুগীদের জীবন বাঁচাতে সাহার্য্য করবে।

আপনার এই রক্ত হয়ত একজন ধনী /গরীব, কিশোর / কিশোরী, যুবক /যুবতী, বৃদ্ধ /বৃদ্ধা অথবা একজন থ্যালাসমিয়া /কিডনির রুগীকে বাঁচার সুযোগ করে দিলো। বিশেষ করে যে সব রক্তের গ্র“প রেয়ার সে সব অসহায় মূমুর্ষ্য রুগীদের কষ্টের সীমা নাই। আসুন এইসব অসহায় মূমুর্ষ্য রুগীদের জীবন বাঁচানোর জন্য রক্ত দান করি। আমার এই আহব্বান যারা ধর্ম,বর্ণ নির্বিশেষে রক্ত দান করতে চান তাদের জন্য। আপনি সন্ধানী বা কোয়ন্টাম ফান্ডেশনে যেয়ে রক্ত দান করতে পারেন।

আমি বলব শান্তিনগরে কোয়ন্টাম ফান্ডেশনে যাওয়ার জন্য, এদের ব্যবহার, আন্তরিকতা আপনার ভাল লাগবে। স্বেচ্ছাশ্রমের সাথে যারা জড়িত তাদের ব্যবহার এত ভাল পাই নাই। যারা শুধু মাত্র গরীব মূমুর্ষ্য রুগীদের রক্ত দান করতে চান তাদেরকে বলছি, আপনার নাম ও ফোন নং দিয়ে কাগজ/স্টিকার বিভিন্ন হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে লাগিয়ে দিয়ে আসবেন। যদি রক্ত পরীক্ষার খরচ বহন করতে চান তবে ৮০০ থেকে ২০০০ হাজার টাকা সাথে নিয়ে যাবেন। কে রক্ত দান করতে পারবেন : ১৮ বৎসর বয়স থেকে ৬০ বৎসর বয়সের সুস্থ শরীরের মানুষ রক্ত দান করেতে পারবেন।

নিয়মিত রক্ত দাতারা ৬৩ বৎসর বয়স পর্যন্ত রক্ত দান করতে পারবেন। সর্ব নিম্ন ৫০ কেজি ওজন হতে হবে। প্রথম বার রক্ত দান করার কত দিন পর আবার রক্ত দান করা যায় : পুরুষরা ৩মাস পর পর মহিলারা ৪মাস পর পর। রক্ত দান করার পূর্ব প্রস্তুতী কি : দান করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা, খাবার বা নাস্তা করা, পানি খাওয়া। কোমল পানীয় বা জুস থেকে পানি অনেক ভাল।

কত দিনে দান করা রক্ত শরীরে পূরন হয় : মাত্র ২৪ ঘন্টায় দান করা রক্ত শরীরে পূরন হয়। রেড সেল পূরন হতে ৮ সপ্তাহ সময় লাগে। রক্ত দান করার পর করনীয় : আজীবনের জন্য ধুমপান থেকে বিরত থাকা, ৮ ঘন্টা ভারী কাজ না করা। খাবার / নাস্তা করা ও পানি খাওয়া। পরবর্তী রক্ত দান করার জন্য অপেক্ষা।

সন্ধানী : ঢাকা মেডিকেল কলেজ ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ, বক্সিবাজার,ঢাকা-১০০০ ফোন : ০২-৯৬৬৮৬৯০, ০২-৮৬১৬৭৪৪, ০২-৯৬৬৩৪২৯ কোয়ান্টাম ফান্ডেশন : ভলান্টারী ব্লাড ডোনেশন প্রোগ্রাম, ১১৯, শান্তিনগর,ঢাকা-১২১৭ ফোন : ০২-৯৩৫১৯৬৯ সেল : ০১৭১-৪৯১০৮৬৯ যারা রক্ত দান করতে যাচ্ছেন বা দিচ্ছেন সাদা বাজ জীবত কিংবা মৃত যেখানেই থাকুক না কেন তাদের প্রতি রইল আদর, শুভেচ্ছা ও ভালবাসা। যারা এটা পড়ে বিরক্ত হচ্ছেন বা - দিতে যাচ্ছেন, - দিন তারপরও রক্ত দান করুন। আরও এবার রক্ত দিন,জীবন বাঁচান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.