আমাদের কথা খুঁজে নিন

   

বিকেল বেলায়

জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....

বিকেলের বিষন্ন আলো অবচেতন মনে প্রতিবিম্ব ফেলে পুকুরের জলে, নারিকেল গাছের সারি, আম জাম বাতাবি লেবুর বুক চেরা সুগন্ধ যেন পুকুরের জলে হাবু ডুবৃ খায়। সোনালী রোদের ঝিলিক আলো ছায়া খেলে যায় বুকের ভেতর। কখনো দেখতে পাইনি তারে একান্ত কাছে নীল নির্জণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।