আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার মাশরাফিকে নেয়া উচিত কি না……..


গতকাল “মাশরাফিকে কেন কলকাতার একাদশে খেলানো হচ্ছে না, আসুন এর প্রতিবাদ করি “ শিরোনামে আমার ব্লগে এবং somewhereinblog এ একটি ব্লগ লিখেছিলাম। কিন্তু আমার ব্লগে “চোর” এর মন্তব্য দেখে এই পোস্টটা লেখার প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম। . IPL এর নিয়ম অনুসারে মূল একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় খেলতে পারে। কলকাতার দলে ১0 জন বিদেশী খেলোয়াড় আছে, 3 Batsmen, 4 Bowlers, 2 All-Rounders & 1 Wicket Keeper. . তারা হলেন - Batsmen Brad Hodge Chris Gayle David Hussey Bowlers Angelo Mathews Ajantha Mendis Kshemal Waingankar Mark Cameron All-Rounders Mashrafe Bin Mortaza Moises Henriques Wicket Keeper Brendon McCullum সূত্র : WWW.IPLT20.COM . এর মধ্যে McCullum কে Wicket Keeper Batsmen হিসেবে নেয়ায় ১ বিদেশী খেলোয়ার হয়ে গেল। বাকি ৩ জনে ধরলাম ২ জন ব্যাটসম্যান ( ৩ জনের মধ্যে !) নিতে হচ্ছে।

বাকি যে ১ জন থাকলো তা তো মাশরাফি হতে পারে, তাই না। যদি তাতে তাদের আপত্তি থাকে তাহলে প্রথম ২ ম্যাচে তারা All-Rounders হিসেবে Moises Henriques কে কেন খেলালো বলতে পারেন? Moises Henriques এর প্রথম ২ ম্যাচের পারফরমেন্স দেখেন - সূত্র : WWW.KKR.IN . ২ ম্যাচে Moises Henriques এর পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে না All-Rounders হিসেবে তারা Moises Henriques না নিয়ে মাশরাফি কে নিতে পারতো। আর Moises Henriques এর টুয়েন্টি২০ এর পাফরমেন্স যে খুব আহামরি তা কিন্তু নয় সূত্র : WWW.IPLT20.COM যেহুতু তারা বিদেশী All-Rounders নিয়েছে আর কলকাতায় বিদেশী ২ জনই All-Rounders আছে, সেহুতু মাশরাফিকে না নেয়ার মানে কি? . আর কলকাতার lower order এর দিকে খেয়াল করে দেখেন, খুবই দুর্বল, সেখানে মাশরাফির মত একজন মারকুটে খেলোয়ার কি কিছু রান দিতে পারে না? . খেয়াল করুন - ১ম ম্যাচে কলকাতা ৫ জন Batsmen(৩ জন বিদেশী) ২ জন All-Rounders (১ জন বিদেশী Moises Henriques) ৪ জন Bowlers নিয়ে খেলেছে ২য় ম্যাচে ৫ জন Batsmen(৩ জন বিদেশী) ৩ জন All-Rounders (১ জন বিদেশী Moises Henriques) ৩ জন Bowlers নিয়ে খেলেছে ৩য় ম্যাচে ৪ জন Batsmen(৩ জন বিদেশী) ৩ জন All-Rounders ৪ জন Bowlers(১ জন বিদেশী Ajantha Mendis ) নিয়ে খেলেছে . Twenty20 ম্যাচে All-Rounders এর গুরুত্ব সবসময়ই বেশী তা তো মানতেই হবে। আর বিদেশী All-Rounders এর মধ্যে Moises Henriques এর চেয়ে মাশরাফি ভালো কি না তা আপনারাই বলুন। এ কথা সত্য যে মাশরাফির চেয়ে Mendis ভালো বলার, কিন্তু যদি All-Rounder নেয়ার প্রশ্ন আসে তবে মাশরাফির বিকল্প Moises Henriques অবশ্যই হতে পারে না।

কিন্তু কলকাতা টিম ম্যানেজমেন্ট তা-ই করেছে। . এবার আসুন অন্য দিকে - গতবার SRK IPL এ বেশী ম্যাচ জেতেনি বা সাফল্যও তেমন নয়, কিন্তু এটা সবাই জানে যে IPL শেষ হবার আগেই SRK এর টাকা উঠে এসেছিলো। SRK খেলা দিয়ে যত না কামাই করে তার চেয়ে বেশি করে ads, sponsor দের কাছ থেকে। আর খেলা যত জনপ্রিয় হবে ( তা খেলা দিয়েই হোক আর Player এর Face value দিয়েই হোক ) কামাই ততই বেশি হবে তা নিশ্চিত। মাশরাফির জনপ্রিয়তা নিয়ে বোধহয় কারো সন্দেহ নেই ( KKR এ দর্শকের ভোটে ১ নং) কাজেই তারা মাশরাফিকে নিয়ে তাদের খেলার জনপ্রিয়তা যে বাড়াতে পারে তাতে আশা করি সন্দেহ থাকার কথা নয়।

তাতে তাদের ads, sponsor থেকেও কামাই বেশিই হবে বোধহয়, তাই না? . আর সর্বশেষ বাঙালী হিসেবে আমরা অবশ্যই চাইবো যে আমাদের মাশরাফি মাঠ মাতিয়ে তুলুক, তাই নয় কি ? তাতে আমাদের হুজুগে বাঙালী বললে কি ই বা যায় আসে। আমার যুক্তিগুলো কিন্তু প্রমাণ করে যে আমরা অযথা হুজুগের বশে মাশরাফিকে কলকাতা দলে দেখতে চাচ্ছি না। তাই নয় কি। . যারা মাশরাফিকে মূল একাদশে খেলানোর পক্ষে একমত, আসুন আমরা community.t20.com অথবা fanzone.kkr.in এ আমাদের প্রতিবাদ ও দাবি জানাই।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।