আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনে কথা বলতে বলতে বাস খাদে, দুজন নিহত

এই হল অবস্থা!!! আমি নিজে গত ৩-৪ মাসে চলতি পথে ১০-১৫ বার বাসের ড্রাইভার এবং হেলপার ও কন্ট্রাকরের সাথে ঝগড়া করেছি। কখনো সহযাত্রীদের সমর্থন পেয়েছি আবার কখনো শুনতে হয়েছে,"আরে ভাই এমন শুরু করছেন কেন? জীবন -মরন আল্লাহার হাতে, একটু কথা কইলে কিছু হয়না"। কিন্তু একটু কথায় যে কিছু হয় তার প্রমান তো বারে বারে পাচ্ছি। তারপরও কি আবাল জনগনগুলা ঠিক হবে না? আমি এখন আর ড্রাইভারের দোষ দেই না। গাড়ি চালানো তার ব্যবসা বা চাকরি।

তাই তার এতো কেয়ার করার প্রয়োজন পড়ে না আর বেশীরভাগ সময়ই দেখা যায় দুঘর্টনা হলে তারা মরে না, মরে এই আবাল জনগনগুলাই। তাই সবার কাছে অনুরোধ, অন্যরা কি বলবে বা কি করবে এই চিন্তা না করে যেখানেই গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভার ব্যাটাকে ফোনে কথা বলতে দেখবেন সেখানেই প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন। এটি করতে গিয়ে অনেক সময় আবাল সহযাত্রীদের সমর্থন নাও পেতে পারেন, বিশেষ করে বাসে যদি অশিক্ষিত যাত্রীর সংখ্যা বেশী থাকে, তারপরও আপনার কাজ আপনি করে যান। আমি তো কয়েকবার ড্রাইভার কে বাধ্য করছি গাড়ি থামিয়ে কথা বলার জন্য, আমার কথা ছিল গাড়ি থামিয়ে আপনার যতক্ষন খুশি কথা বলেন কেউ কিছু বলবে না কিন্তু চলন্ত অবস্থায় কথা বলা যাবে না। আর তরুনরাই এ কাজটি বেশ ভালো করতে পারে।

এরপরেও এটি একবারে বন্ধ হবে না তবে সংখ্যায় তো কমবে। হেডিংটি ছিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।