আমাদের কথা খুঁজে নিন

   

লোডশেডিং

শািন্তর প েথ আমরা সবাই

লোডশেডিং ইদানিং মহামারী আকারে দেশা দিয়েছে । কথা নেই বার্তা নেই হঠাৎ লোডশেডিং শিরোনামে বিদ্যুতের লুকোচুরি -লুকোচুরি খেলা । আন্ডাবাচ্চাদের লুকো চুরি খেলা তাও ভালো লাগে । কিন্তু বিদ্যুতের এই লুকোচুরি খেলা দেশবাসী কাছে মোটেও ভালো লাগে না তাই তো অনেকে বিদ্যুতের লুকোচুরি মানে লোডশেডিংয়ের সময় মুখটাকে বাংলার পাচেঁর মতো করে ইংরেজীতে াবিরাম গালাগাল করে চলেছেন । যারা এমটি তারা কী জানেন এই বিদ্যুতের লোডশেডিং হচ্ছে ডিজিটাল বাংলাদেশ হওযার আলামত । কিন্তু সবছে বড় কথা হল আমার এলাকায় সপ্তাহ দুই/তিন কোন লোডশেডিং হয় না কারণ জানেন এখানে মাননীয় চীপ হুলপ থাকেন তাই খুবই ভাল আছি । এর পর থেকে খুবই কষ্ট থাকতে হয় এলাকার জনগন । তিনি যদি সব সময থাকতেন তাহলে আর লোডশেডিং হবেনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.