আমাদের কথা খুঁজে নিন

   

রোমিও অ্যান্ড জুলিয়েট: সঙ্গীতে স্মরণ ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
ইংরেজ লেখক আর্থার ব্রুক ১৫৬২ সালে দু’জন ইটালিও প্রেমিকপ্রেমিকার বিয়োগান্তক করুন জীবন নিয়ে The Tragicall Historye of Romeus and Juliet নামে দীর্ঘ বর্ণনামূলক কাব্য লিখেছিলেন। ব্রুকের ওই কাব্যের ওপর ভিত্তি করেই পরবর্তীতে উইলিয়াম শেকসপিয়ার রোমিও অ্যান্ড জুলিয়েট লিখে শেষ করলেন ; সময়টা-আনুমানিক ১৫৯৬ সাল। তারপর ইতিহাস। কী ভাবে ইর্ষাকাতর বয়স্কদের রেষারেষিতে দুটি তরুণ-তরুণীর জীবনের আলো নির্বাপিত হয়েছিল -তা ভারাক্রান্ত হৃদয়ে ইংল্যান্ডের নাট্যপ্রেমিদের কাছে ভীষন সমাদৃত হল। ১৬২৩ সালের আগেই নাটকটির চারটি সংস্করণ হয়েছিল। শেকসপিয়ারের অমরকীর্তি আজও শিল্পের নানাক্ষেত্রে প্রভাব রেখে চলেছে। এমন কী সঙ্গীতেও। রোমিও অ্যান্ড জুলিয়েট: সঙ্গীতে স্মরণ- পিয়ানোয় বেহালায় যন্ত্রসঙ্গীত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.