আমাদের কথা খুঁজে নিন

   

শকুন ও কবুতর



শকুনের পায়ে ঘা হওয়ার কথা ছিল খুবলে খাওয়া থেকে বঞ্চিত হওয়ার কথা ছিল কিন্তু কই কিছুই তো হয় নি বরং হায়েনার সাথে হয়েছে মিত্রতা । কবুতরের সাথে বিদ্ধ মানবতা মুখোশের আড়ালে হারিয়ে গেছে হায়েনা, শকুনেরা। এ কি হিংস্র মানুষ! জানা নেই, দেখা নেই, কথা নেই- ছিঁড়ে, খুবলে খায় মানুষকে। চিৎকার করে সভ্যতা। মানুষকে হারিয়ে মানুষগুলো পশু হয়ে যায়।

পশু গুলো কিলবিল করে হাসে। বেঁচে থাকার দরকষাকষি হয়- মেরে ফেলার হত্যা যজ্ঞ। টেনে হিঁচড়ে নামানো হয়, সভ্য মানুষকে ওর দোষ ? হ্যাঁ দোষ ও-সভ্য, বিবেকবান সমাজ অচল ঘোষণা করে। কবুতর গুলো হাঁসফাঁস করে। আর্তনাদ শুনে মনে হয় ওরা বিদ্ধ হয় সভ্যতার বোমায় অসভ্যতার আঘাতে।

বাঁচার আকুতি নিয়ে ওরা এদিক ওদিক ওড়ে কাউকে পায় না, শকুনের হাত থেকে ওদের বাঁচাবে এমন আছে কি কেউ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।